India vs Australia Live: ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬
India vs Australia 4th Test Live: এমনই এক বক্সিং ডে টেস্টে এক দশক আগে অভিষেক ঘটিয়েছিলেন কেএল রাহুল। অতীতে বিদেশের মাটিতে বক্সিং ডে টেস্টে একাধিক সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁর দখলে। তাঁর দিকে নজর থাকবে।
LIVE
![India vs Australia Live: ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬ India vs Australia Live: ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/26/074aceca45e0c7c75719ac34c7f9f03e1735153685616507_original.jpg)
Background
IND vs AUS LIVE: ঘটনাবহুল দিনশেষ
এক ঘটনাবহুল দিনের খেলা শেষ হল। দিনের শেষ সেশনে ৩৩ ওভারে ৪.০৯ রান প্রতি ওভারে ১৩৫ রান তুলল অস্ট্রেলিয়া। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬।
IND vs AUS 4th Test: ষষ্ঠ উইকেটের পতন
স্মিথ, ক্যারির পার্টনারশিপ ভাঙলেন আকাশ দীপ। অজ়ি কিপার-ব্যাটারকে ৩১ রানে সাজঘরে ফেরালেন বাংলার ফাস্ট বোলার। ক্যারিকে কিন্তু দুরন্ত ছন্দে দেখাচ্ছিল। তবে বর্তমানে ৩০০ রানের গণ্ডি পার করে ফেলেছে অস্ট্রেলিয়া। ৮৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩০৮/৬।
IND vs AUS LIVE: ত্রাতা সেই বুমরা
সেই যশপ্রীত বুমরাই আরও এক ধাক্কা দিল অস্ট্রেলিয়াকে। এবার তাঁর শিকার মিচেল মার্শ। ২৪৬ রানে পঞ্চম উইকেট হারাল অজ়িরা।
IND vs AUS 4th Test: বুম বুম বুমরা
গোট সিরিজ়েই বারংবার ট্র্যাভিস হেড কাঁটায় বিদ্ধ হয়েছে ভারত। তবে সেই হেডকে খাতাই খুলতে দিলেন না বুমরা। ভারতকে চতুর্থ সাফল্য এনে দিলেন তিনি।
IND vs AUS LIVE: বাড়ল রানের গতি
সেশন শুরুতে ফের একবার বেড়েছে অস্ট্রেলিয়ার রানের গতি। সাত ওভারে ইতিমধ্যেই ৪৫ রান যোগ করে ফেলেছে লাবুশেন ও স্টিভ স্মিথ। অর্ধশতরানের গণ্ডি পার করেছেন লাবুশেন, হাফসেঞ্চুরির পথে অগ্রসর স্মিথ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)