India vs Australia Live: ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬
India vs Australia 4th Test Live: এমনই এক বক্সিং ডে টেস্টে এক দশক আগে অভিষেক ঘটিয়েছিলেন কেএল রাহুল। অতীতে বিদেশের মাটিতে বক্সিং ডে টেস্টে একাধিক সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁর দখলে। তাঁর দিকে নজর থাকবে।
LIVE
Background
মেলবোর্ন: বড়দিনের ছুটি কাটিয়েই ২২ গজের লড়াইয়ে নেমে পড়তে হবে রোহিত-কামিন্সদের। ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাওস্কর ট্রফির ফল এই মুহূর্তে ১-১। পারথে সিরিজের প্রথম ম্য়াচে জয় দিয়ে অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া। বুমরার নেতৃত্বে সেই ম্যাচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এরপর অ্য়াডিলেডে গোলাপি বলের টেস্টে জয় ছিনিয়ে নেয় অজিরা। ব্রিসবেনে তৃতীয় টেস্টে বৃষ্টি এতবার তাল কেটেছে খেলায়, যে ম্য়াচ অমিমাংসীত ভাবে শেষ হয়। ২৬ ডিসেম্বর, বক্সিং ডে থেকে শুরু হতে চলেছে সিরিজের চতুর্থ টেস্ট (India vs Australia 4th Test)।
সন্তান জন্মের জন্য পারথে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। তাঁর জায়গায় ওপেন করতে নেমেই দুর্দান্ত ইনিংস খেলেন কে এল রাহুল। প্রথম টেস্টে বেশ ঝকঝকে মনে হয়েছিল রাহুল ও যশস্বী জয়সওয়াল জুটিকে। সেই ম্যাচও জেতে ভারত। দ্বিতীয় টেস্টে রোহিত একাদশে ফিরলেও তিনি চাননি সফল জুটিকে ভাঙতে। সেই কারণে তিনি ফেরার পরও ভারতের হয়ে পরের দুই টেস্টে ওপেনিং করেন রাহুল ও যশস্বী। রোহিত নামে ৬ নম্বরে।
কিন্তু ছয়ে নেমে রান পাননি রোহিত। তিনি অ্যাডিলেড ও ব্রিসবেনে ব্যাট করতে নামেন ৬ নম্বরে। কিন্তু দুই টেস্টেই চূড়ান্ত ব্যর্থ হন ভারত অধিনায়ক। শোনা যাচ্ছে, মেলবোর্নে তিনি ফিরছেন পছন্দের ওপেনিং স্লটে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, রোহিতকে ছয় নম্বরে ব্যাট করানো অর্থহীন।
তবে অস্ট্রেলিয়া যে একাদশ ঘোষণা করেছে, তা উদ্বেগে রাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কারণ, সেই দলে রাখা হয়েছে হেডকে। তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। সেই সঙ্গে অভিষেক হতে চলেছে স্যাম কনস্টাসের। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ব্রিসবেনে তৃতীয় টেস্টে ব্যাটিং করার সময় কুঁচকিতে চোট পেলেও হেড খেলতে প্রস্তুত।
মেলবোর্ন টেস্টের ম্যাচের পাঁচদিনই আকাশ পরিষ্কার থাকবে বলে পূর্বাভাস। তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। যদিও প্রথম তিনদিন হালকা মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টি যদিও হয় তবুও হলে খুব বেশিক্ষণ তা স্থায়ী থাকবে না। শেষ দুদিনে আকাশ পুরো পরিষ্কারই থাকার কথা।
IND vs AUS LIVE: ঘটনাবহুল দিনশেষ
এক ঘটনাবহুল দিনের খেলা শেষ হল। দিনের শেষ সেশনে ৩৩ ওভারে ৪.০৯ রান প্রতি ওভারে ১৩৫ রান তুলল অস্ট্রেলিয়া। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬।
IND vs AUS 4th Test: ষষ্ঠ উইকেটের পতন
স্মিথ, ক্যারির পার্টনারশিপ ভাঙলেন আকাশ দীপ। অজ়ি কিপার-ব্যাটারকে ৩১ রানে সাজঘরে ফেরালেন বাংলার ফাস্ট বোলার। ক্যারিকে কিন্তু দুরন্ত ছন্দে দেখাচ্ছিল। তবে বর্তমানে ৩০০ রানের গণ্ডি পার করে ফেলেছে অস্ট্রেলিয়া। ৮৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩০৮/৬।
IND vs AUS LIVE: ত্রাতা সেই বুমরা
সেই যশপ্রীত বুমরাই আরও এক ধাক্কা দিল অস্ট্রেলিয়াকে। এবার তাঁর শিকার মিচেল মার্শ। ২৪৬ রানে পঞ্চম উইকেট হারাল অজ়িরা।
IND vs AUS 4th Test: বুম বুম বুমরা
গোট সিরিজ়েই বারংবার ট্র্যাভিস হেড কাঁটায় বিদ্ধ হয়েছে ভারত। তবে সেই হেডকে খাতাই খুলতে দিলেন না বুমরা। ভারতকে চতুর্থ সাফল্য এনে দিলেন তিনি।
IND vs AUS LIVE: বাড়ল রানের গতি
সেশন শুরুতে ফের একবার বেড়েছে অস্ট্রেলিয়ার রানের গতি। সাত ওভারে ইতিমধ্যেই ৪৫ রান যোগ করে ফেলেছে লাবুশেন ও স্টিভ স্মিথ। অর্ধশতরানের গণ্ডি পার করেছেন লাবুশেন, হাফসেঞ্চুরির পথে অগ্রসর স্মিথ।