আর খাওয়া যাবে না কুকুর, বিড়াল, মে থেকেই নতুন আইন কার্যকর চিনের এই শহরে
তাহলে কি এবার হুঁশ ফিরল?
শেনজেন: তাহলে কি এবার হুঁশ ফিরল? মহামারী করোনার প্রকোপে হাজার হাজার প্রাণের বলির পর চিনে নিষিদ্ধ হতে চলেছে কুকুর, বিড়ালের মাংস। অতীতে বহুবার পশুপ্রেমীদের অনুরোধ সত্ত্বেও পোষ্যর মাংস খাওয়াকে নিষিদ্ধ করেনি চিনা সরকার। তবে এবার কোভিড-১৯-এর ভয় চিনাদের কুকুর, বিড়ালের মাংস খাওয়া থেকে বিরত থাকতে বাধ্য করল।
পড়ুন: করোনা ভাইরাসের জের, সারা বিশ্বে দেখা দিতে পারে খাদ্যসঙ্কট, আশঙ্কায় বিশেষজ্ঞরা
উহান থেকে ছড়িয়ে পড়া মারণ কোভিড-১৯ নামের ভাইরাসে চিনেই প্রাণ হারিয়েছেন ৩ হাজারের ওপর মানুষ। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ৪৯ হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত সাড়ে ৯ লক্ষের ওপর। এই পরিস্থিতিতে কার্যত একপ্রকার বাধ্য হয়ে নতুন আইন আনল চিনের শেনজেন শহরের প্রশাসন। আপাতত এই শহরে ১ মে থেকে কার্যকর হবে নতুন আইন। ওয়াকিবহলমহল সরকারে এই সিদ্ধান্তকে যুগান্তকারী ও মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত বলে আখ্যা দিচ্ছে।
পড়ুন: করোনায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট ভাইরোলজিস্ট গীতা রামজির
কুকুর, বিড়ালের মাংস ছাড়াও সাপ, ব্যাঙ, কচ্ছপ খাওয়ার ক্ষেত্রেও আনা হচ্ছে নানাবিধ বিধিনিষেধ। সরকারি নির্দেশিকা অনুযায়ী শহরের খাদ্যের জোগান মেটাতে শূকর, গরু, ভেড়া, গাধা, খরগোশ, মুরগী, হাঁস, এবং পায়রা খাওয়ায় ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও চিনাদের জলজ প্রাণী খাওয়াতেও কোনও রকম নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।