এক্সপ্লোর
Advertisement
করোনা ভ্যাকসিন তৈরি করতে মারা পড়বে পাঁচ লক্ষ হাঙর! কপালে চিন্তার ভাঁজ বন্যপ্রাণ বিশেষজ্ঞদের
বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। এই অতি সংক্রামক ভাইরাসের মোকাবিলায় ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক ও ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এই লক্ষ্যে কাজ করে চলেছেন।
নয়াদিল্লি: বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। এই অতি সংক্রামক ভাইরাসের মোকাবিলায় ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক ও ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এই লক্ষ্যে কাজ করে চলেছেন। এরইমধ্যে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের কপালে একটি আশঙ্কা চিন্তার ভাঁজ ফেলেছে। করোনা ভ্যাকসিন তৈরির জন্য কোপ পড়তে পারে প্রায় পাঁচ লক্ষ হাঙরের ওপর। যে ভ্যাকসিন তৈরির চেষ্টা চলেছে, সেগুলির মধ্যে কয়েকটিতে স্কোয়ালিন নামে একটি উপাদান ব্যবহার করা হচ্ছে। স্কোয়ালিন হল প্রাকৃতিক তেল, যা হাঙরের যকৃতে তৈরি হয়।
বর্তমানে এই প্রাকৃতিক তেল ওষুধে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়। এই তেল শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরির মাধ্যমে ভ্যাকসিনের কার্যকারিতা বাড়িয়ে দেয়।
ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইন এখন ফ্লু ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে স্কোয়ালিন ব্যবহার করছে। কোম্পানি জানিয়েছে, তারা করোনা ভ্যাকসিনে সম্ভাব্য ব্যবহারের জন্য স্কোয়ালিনের এক বিলিয়ন ডোজ তৈরি করতে পারে। এক টন স্কোয়ালিন পেতে প্রায় তিন হাজার হাঙরের প্রয়োজন হয়।
আমেরিকার ক্যালিফোর্নিয়ার প্রাণী সংরক্ষণ সংস্থার শার্ক অ্যালায়েজ হিসেব কষে বলেছে, সমগ্র বিশ্বের জনগোষ্ঠীকে যকৃতের তেলের উপাদান সহ করোনাভাইরাস ভ্যাকসিনের একটা ডোজ দিতেই আড়াই লক্ষ হাঙর মারা পড়বে। তবে এক্ষেত্রে নির্ভর করচে স্কোয়ালিন কী মাত্রায় ব্যবহার করা হতে পারে। জনগোষ্ঠীকে দ্বিতীয়বার ভ্যাকসিনের ডোজ দিতে গেলে ওই সংখ্যাটা কম বেশি দ্বিগুণ অর্থাত্ ৫ লক্ষে দাঁড়াবে।
কাজেই হাঙরের সংখ্যা হ্রাস পাওয়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা স্কোয়ালিনের বিকল্পও পরীক্ষা করে দেখছেন। আখ থেকে তৈরি সিন্থেটিক স্কোয়ালিন পরীক্ষা করে দেখা হচ্ছে।
শার্ক অ্যালাইজের প্রতিষ্ঠাতা স্টিফনি ব্রেন্ডিল বলেছে, বন্যপ্রাণীদের মেরে কোনো কিছুর ব্যবহার দীর্ঘস্থায়ী হয় না। বিশেষ করে হাঙরের সংখ্যা খুব বেশি হয় না। এ জন্য বিকল্পের ওপর জোর দিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement