এক্সপ্লোর
ইরানে দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস, আক্রান্ত উপ-স্বাস্থ্যমন্ত্রী
বিশ্বে করোনা ভাইরাস সবথেকে ভয়াবহ আকার নিয়েছে চিনে। তাছাড়াও বেশ কিছু দেশে ছড়িয়েছে করোনা আতঙ্ক। তার মধ্যে কাবু ইরানও।

নয়াদিল্লি: চিনের পর করোনা আতঙ্কে ত্রস্ত ইরান। মৃতের সংখ্যা ছুঁয়েছে ১৫। এবার নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সে দেশের উপ-স্বাস্থ্যমন্ত্রী ও এক এমপি। বিশ্বে করোনা ভাইরাস সবথেকে ভয়াবহ আকার নিয়েছে চিনে। তাছাড়াও বেশ কিছু দেশে ছড়িয়েছে করোনা আতঙ্ক। তার মধ্যে কাবু ইরানও। ইরান করোনা ভাইরাসের প্রকোপ গোপন করার চেষ্টা করছে, এই অভিযোগ অস্বীকার করেন উপ স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি। নিজেই তিনি কিছুটা অসুস্থ বোধ করেন। তারপরই পরীক্ষা করে তাঁর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এখনও পর্যন্ত ইরানে করোনা আক্রান্তের সংখ্যা ৯৫। কিন্তু আসল সংখ্যাটা তার থেকে বেশি, এমনটাই আশঙ্কা ছিল অনেকের। চিনের বাইরে করোনা ছড়িয়ে পড়া নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু। সব দেশকে করোনা আক্রান্তের আসল সংখ্যা জানানোর আর্জি জানানো হয়েছে। করোনার প্রকোপের নিরিখে চিনের পরেই আছে ইরান ও দক্ষিণ কোরিয়া। তারপরই ইতালি। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭০০।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















