এক্সপ্লোর
Advertisement
ভ্যাকসিনের পরীক্ষা ১০০ শতাংশ সফল, বাজারে আসবে ডিসেম্বরে, জানাল রাশিয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য এখনই রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনকে করোনা মোকাবিলার অস্ত্র হিসেবে মানতে নারাজ।
মস্কো: করোনা ভাইরাসের যে ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে, তা ১০০ শতাংশ সফল বলে দাবি করল রাশিয়া। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে যুক্ত একটি সংস্থা ‘গাম-কোভিড-ভ্যাক লিও’ নামে এই ভ্যাকসিন তৈরি করেছে। প্রায় দেড় মাস আগে এই ভ্যাকসিনের ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ শুরু হয়। এই পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, যাঁদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে করোনা মোকাবিলার ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, কারও শরীরে নেতিবাচক পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে এই ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখা যাচ্ছে।
রাশিয়া সরকারের পক্ষ থেকে এই ভ্যাকসিনের প্রশংসা করা হয়েছে। এ মাস থেকেই এই ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া শুরু হবে এবং ডিসেম্বর থেকে ভ্যাকসিন তৈরি করা শুরু হবে বলে জানিয়ে দিয়েছে রাশিয়া সরকার। তার আগে অক্টোবর থেকেই দেশজুড়ে টীকাকরণ শুরু হবে বলেও জানিয়েছে রাশিয়া।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য এখনই রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনকে করোনা মোকাবিলার অস্ত্র হিসেবে মানতে নারাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেইয়ার বলেছেন, ‘ভ্যাকসিনের পরীক্ষার বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়ম ও বিধির কথা বলা হয়েছে। যে কোনও ভ্যাকসিন বাজারে ছাড়ার আগে বিভিন্ন রকম পরীক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়ে নিশ্চিত হতে হবে। অনেক গবেষকই ভ্যাকসিন তৈরি করার কথা বলছেন। সেটা অবশ্যই ভাল খবর। কিন্তু ভ্যাকসিন তৈরি করা আর সবরকম পরীক্ষার পর তা প্রয়োগের বিষয়ে নিশ্চিত হওয়ার মধ্যে পার্থক্য আছে। তাই এ বিষয়ে তাড়াহুড়ো করা উচিত নয়।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement