West Bengal News Live Updates: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED-র পর CBI-এর মামলাতেও জামিন, জেল থেকে ছাড়া পেলেন কুন্তল ঘোষ
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE
Background
১। ভারতে এসে নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ। পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার প্রাক্তন বিএনপি নেতা সেলিম মাতব্বর। কী উদ্দেশ্যে ছিল এখানে, খুঁজছেন গোয়েন্দারা। (Bangladesh News)
২। ২ বছর আগেই চলে আসেন ভারতে। যাতায়াত বিভিন্ন রাজ্যে। কলকাতার হোটেলে ছিলেন পর্যটক পরিচয়ে। জাল নথিতে তৈরি পাসপোর্ট-আধার উদ্ধার। চক্রের পিছনে কারা? উঠছে প্রশ্ন। (BNP Leader Arrested)
৩। ধৃত মাতব্বরের ৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত। পাসপোর্টে ঠিকানা রাজস্থান-দিল্লির। আধার কার্ডে তিনি আবার নদিয়ার বাসিন্দা। কী করে দুই ঠিকানায় সরকারি পরিচয়? কোথায় নজরদারি?
৪। উত্তপ্ত বাংলাদেশ, চট্টগ্রামের পাথরঘাটায় শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরে ভাঙচুর। হামলা মন্দিরের পাশের বাড়ি ও দোকানে।
৫। হামলা পটিয়া উপজেলার ইসকন মন্দিরেও। চলল ভাঙচুর। দুষ্কৃতীদের নিশানায় কিশোরগঞ্জে ইসকন পরিচালিত নামহট্ট সঙ্ঘও। আসবাবপত্র ভেঙে চালানো হয়েছে তাণ্ডব। (ISKCON Temple)
৬। জ্বলছে বাংলাদেশ। শান্তি কামনায় কাল বিশ্বের সবকটি ইসকন সেন্টারে হবে প্রার্থনা
৭। অগ্নিগর্ভ পরিস্থিতিতে বিপন্ন বাংলাদেশে থাকা আত্মীয়রা। চিন্তায় কাকদ্বীপের বহু পরিবার।
৮। শোকজের পরও বেলাগাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। প্রয়োজনে ২ কেন্দ্র থেকে দাঁড়াব, জিতে দেখাব। দলের শৃঙ্খলারক্ষা কমিটির মিটিং ডেকে মুখ্যমন্ত্রীকে জানিয়ে ব্যবস্থা নেব, মন্তব্য শোভনদেবের। (Humayun Kabir)
৯। রাজ্যের তরফে ফের ডেঙ্গির তথ্য কেন্দ্রকে না দেওয়ার অভিযোগ। গত বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মিলেছে তথ্য। চলতি বছরে ২১ ফেব্রুয়ারির পর নেই কিছু, উল্লেখ স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে। (Dengue Situation)
১০। শীতের শুরুতে চিন্তা বাড়াচ্ছে নতুন উপসর্গ। আক্রান্তদের ফুসফুসে প্রভাব, দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এমন উপসর্গ দেখা দিতে কোভিডের সময়, মত চিকিৎসকদের।
১১। শিলিগুড়ির দেশবনধু পাড়ার দাদাভাই স্পোর্টিং ক্লাব ময়দানে শুরু উত্তরের খাইবার পাস। আজ দ্বিতীয় দিন। চলবে আগামী রবিবার পর্যন্ত।
উত্তরের খাইবার পাস
RG Kar News Live: চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে সোদপুরে মিছিল নাগরিক সমাজের
আর জি কর-কাণ্ডের সাড়ে ৩ মাস পার। এখনও অধরা বিচার। ফের রাজপথে উঠল স্লোগান। চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে সোদপুরে মিছিল নাগরিক সমাজের।
West Bengal News Live: জেল থেকে ছাড়া পেলেন কুন্তল ঘোষ
জেল থেকে ছাড়া পেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED-র পর CBI-এর মামলাতেও জামিন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কুন্তলের জেলমুক্তি। প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। ২০ জানুয়ারি, ২০২৩: নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হন কুন্তল।
Kolkata News Live: তরুণীর রহস্যমৃত্যু
মহাজাতি সদন সংলগ্ন এলাকায় তরুণীর রহস্যমৃত্যু। জোড়াসাঁকো থানা এলাকায় বহুতলের নীচ থেকে উদ্ধার তরুণীর দেহ। কলকাতা মেডিক্যালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা। জোড়াসাঁকো থানায় অভিযোগ মৃতের পরিবারের। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ চলছিল, দাবি মৃতের পরিবারের।
Bangladesh News Live: 'সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে সাক্ষাতের পর দুজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ'
'সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে সাক্ষাতের পর দুজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ', অভিযোগ কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের, এএনআই সূত্রে খবর।
Bangladesh News Live: হামলা হয়েছে মন্দির-ইসকন পরিচালিত সঙ্ঘে
প্রথম আলো সূত্রে খবর, চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ, হামলা হয়েছে মন্দির-ইসকন পরিচালিত সঙ্ঘে।