এক্সপ্লোর
Advertisement
উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস, দাবি নোবেলজয়ী ফরাসি বিজ্ঞানীর
এইডস ভাইরাস চিহ্নিত করার স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে নোবেল পুরস্কার পান মন্টানিয়ের।
লন্ডন: উহানের একটি ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে নোভেল করোনা ভাইরাস। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ফ্রান্সের নোবেলজয়ী বিজ্ঞানী লুক মন্টানিয়ের। তিনি ফ্রান্সের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘উহানের ল্যাবরেটরিতে চলতি শতকের গোড়ার দিক থেকেই করোনা ভাইরাস নিয়ে গবেষণা চলছে। ওখানে যাঁরা কাজ করছেন, তাঁরা এই ভাইরাসের বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। করোনা ভাইরাসের কোষের মধ্যে এইচআইভি-র কিছু অংশের উপস্থিতি পাওয়া গিয়েছে। ম্যালেরিয়ার জীবাণু থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।’
উহানের ল্যাবেই করোনা ভাইরাস তৈরি হয়েছে এবং সেটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এমন সন্দেহ অনেকেরই। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, উহান ইনস্টিটিউট অফ ভায়রোলজির এক ইনটার্ন দুর্ঘটনাবশত করোনা ভাইরাস ছড়িয়ে দিয়েছেন।
অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে আবার দাবি করা হয়েছে, ‘বাদুড়ের শরীরে স্বাভাবিকভাবেই থাকে করোনা ভাইরাস। এটি জৈব অস্ত্র নয়। কিন্তু তা সত্ত্বেও উহানের ল্যাবে এই ভাইরাস নিয়ে গবেষণা করা হচ্ছিল। প্রাথমিকভাবে বাদুড়ের শরীর থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছিল করোনা ভাইরাস। উহানের ল্যাবে এটা নিয়েই গবেষণা চলছিল। সেই ল্যাবের এক কর্মীর শরীরেই ভুলবশত সংক্রমণ ছড়িয়ে পড়ে। তিনি উহানের কয়েকজন বাসিন্দাকে সংক্রামিত করেন। এরপর সর্বত্র ছড়িয়ে পড়ে এই ভাইরাস।’
এইডস ভাইরাস চিহ্নিত করার স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে নোবেল পুরস্কার পান মন্টানিয়ের। তিনি নিজের কাজের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। কিন্তু করোনা ভাইরাস নিয়ে তাঁর এই দাবি অনেকেই মানতে চাইছেন না। অনেকে এই বিজ্ঞানীর সমালোচনাও করছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement