Bangladesh: অনুপ্রবেশ রুখতে বাংলাদেশ সীমান্তগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা, বসানো হল সিসিটিভি | ABP Ananda LIVE
ABP ANANDA LIVE: বাংলায় গ্রেফতার একের পর এক জঙ্গি । কয়েকজন জঙ্গি গ্রেফতার হলেও আরও কত লুকিয়ে আছে, সেই দুশ্চিন্তায় রাতর ঘুম কেড়েছে অনেকের । এবার অনুপ্রবেশ রুখতে বাংলাদেশ সীমান্তগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা, বসানো হল সিসিটিভি
আরও খবর...
শুক্রবার অসম থেকে গ্রেফতার করা হয় আনসারুল্লা বাংলা টিম বা ABT-র জঙ্গি শাহিনুর ইসলামকে। অসম STF-এর চাঞ্চল্যকর দাবি, ধৃত শাহিনুরের কাছে মিলেছে নাজিবুল্লা হাক্কানির লেখা বই। ২০২০-তে JMB জঙ্গি সন্দেহে এই নাজিবুল্লাকে বীরভূম থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। তাহলে কি নাজিবুল্লা হাক্কানির বই পড়িয়ে মগজধোলাই করছিল আনসারুল্লা বাংলা টিম? উঠছে বহু প্রশ্ন।
বাংলাদেশের খাগড়াছড়ি, নাটোরে একের পর এক হিন্দুকে খুনের পর এবার নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। বাংলাদেশে ক্রমাগত হিন্দু নিপীড়নের মধ্যেই এবার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সব ধর্মের ধর্মগুরুরা।
হিন্দুদের ঘর-বাড়িতে আগুন, মন্দিরে ভাঙচুর, অধ্য়াপক থেকে সাধারণ মানুষের উপর অত্য়াচার, নির্যাতন, নিপীড়নের একের পর এক ঘটনা যখন সামনে আসছে, তারই মধ্যে উঠল একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। বাংলাদেশের খাগড়াছড়ি, নাটোরে একের পর এক হিন্দুকে খুনের পর, এবার বাংলাদেশেরই নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। কার্যত ফিরে এল ১৯৭১ সালে পাকিস্তানি সেনার হাতে বাঙালি মহিলাদের গণধর্ষণের সেই বীভৎস স্মৃতি।