এক্সপ্লোর
Advertisement
দেখুন, ৯ সপ্তাহ পরে মেয়েদের কাছে ফিরলেন, আবেগাপ্লুত ইংল্যান্ডের এই মহিলা চিকিৎসক
সুজান আরও জানিয়েছেন, তিনি হাসপাতালে দ্বিগুণ সময় কাজ করেছেন। তারপর যখনই মেয়েদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন, তখন সেই সুযোগ হাতছাড়া করেননি। তাঁকে কাছে পেয়ে মেয়েরা উচ্ছ্বসিত।
লন্ডন: করোনা ভাইরাসে বিপর্যস্ত ব্রিটেন। এখনও পর্যন্ত আক্রান্ত ২ লক্ষ ৭৯ হাজার ৩৯২ জন। মোট মৃত্যু ৩৯ হাজার ৪৫২ জনের। এরই মধ্যে রোগীদের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা। তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক জীবন ভুলে থাকতে হচ্ছে। দীর্ঘদিন পরিবারের লোকজনের সঙ্গে তাঁদের দেখাই হচ্ছে না।
এমনই একজন চিকিৎসক সুজান। তিনি কুইন এলিজাবেথ হাসপাতালের ওপিডি-তে কর্মরত। সংক্রমণের আশঙ্কায় তিনি ৯ সপ্তাহ বাড়ি ফিরতে পারেননি। দুই মেয়ে হেটি (৭) ও বেলাকে (৭) বোনের বাড়িতে রেখেছিলেন। ৯ সপ্তাহ পরে বাড়ি ফিরে তিনি মেয়েদের চমকে যান। তাঁকে কাছে পেয়ে দুই মেয়ের আবেগের বাঁধ ভেঙে যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল।
Just in case you missed it. Here’s the girls being reunited with Mummy after 9 weeks of being away so she could help save lives. Please feel free to share x pic.twitter.com/KhPGNAqwD8
— Charlotte Savage (@Lottsoflove21) June 2, 2020
ইংল্যান্ডের একটি সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে সুজান জানিয়েছেন, ‘আমি মেয়েদের সুরক্ষিত রাখতে চেয়েছিলাম। সেই কারণে ওদের বোনের কাছে রেখেছিলাম। আমি হাসপাতালে কাজ করি। রোজই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। আমি আরও কাজ করতে চাইছিলাম। এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। তবে এই আত্মত্যাগ করতেই হত। মেয়েদের ছেড়ে থাকতে খারাপ লাগছিল। ওদের সঙ্গে আবার কবে দেখা হবে বুঝতে পারছিলাম না। ৯ সপ্তাহ ওদের দেখতে পাব না, এটা ভাবতেই পারিনি। তবে আরও অনেকেই আত্মত্যাগ করছে। কারণ, আমরা সবাই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে সাহায্য করতে চাই। আমি ২০ বছর আগে এই কাজ শুরু করেছি। কারণ, আমি মানুষকে সাহায্য করতে চাই।’
সুজান আরও জানিয়েছেন, তিনি হাসপাতালে দ্বিগুণ সময় কাজ করেছেন। তারপর যখনই মেয়েদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন, তখন সেই সুযোগ হাতছাড়া করেননি। তাঁকে কাছে পেয়ে মেয়েরা উচ্ছ্বসিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement