এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
লিভ-ইনে ছাড়, শাস্তিযোগ্য অনার কিলিং, একঝাঁক নিয়মবদল আরব আমিরশাহিতে
আগে ২১ বছরের বেশি বয়স হলেও সুরা পান, বিক্রি ও জমিয়ে রাখার জেরে জরিমানা গুণতে হত সংযুক্ত আরব আমিরশাহিতে। ব্যক্তিগতভাবে লাইসেন্স বানিয়ে তবেই মিলত সুরাপানের ছাড়পত্র।
দুবাই: বিশ্বায়নের গতিময় পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে একঝাঁক বদল আনল সংযুক্ত আরব আমিরশাহি। দেশের কড়া ইসলামিক আইন বদলে শনিবার তারা ঘোষণা করল নতুন নিয়ম কানুন। যেখানে অবিবাহিতদের লিভ-ইন, সুরা পানে চাপানো নিষেধাজ্ঞা শিথিল করা হল। আর সবথেকে তাৎপর্যপূর্ণ বদল ঘটিয়ে, অনার কিলিংকে শাস্তিযোগ্য অপরাধের শ্রেণিভুক্ত করল তারা।
সংযুক্ত আরব আমিরশাহি এমনিতেই যুগের সঙ্গে তাল মিলিয়ে যথেষ্ট আধুনিক হয়ে উঠেছে। ঝাঁ চকচকে অট্টালিকা থেকে জীবনধারণের সব বিষয়েই এখন কার্যত স্বপ্নের আস্তানা আরবের দেশটি। কিন্তু ইসলামের একাধিক কড়া বিধিনিষেধের জেরে সেদেশে পশ্চিমী দেশগুলি থেকে লোকজনের এসে দীর্ঘদিন থাকার বিষয়টায় তৈরি হত কিছুটা সমস্যা।
সেই সমস্যা কাটিয়ে বিশ্ববাসীর আস্তানা হিসেবে নিজেদের সামনে তুলে আনতেই নিয়মনীতিতে একাধিক বদল মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি ইজরায়েলের সঙ্গে সখ্যতার পথেও হেঁটেছে সংযুক্ত আরব আমিরশাহি। যার জেরে ইজরায়েল থেকেও পর্যটক ও ভবিষ্যতের খোঁজে অনেকের আস্তানা করার সম্ভাবনা তৈরি হল।
আগে ২১ বছরের বেশি বয়স হলেও সুরা পান, বিক্রি ও জমিয়ে রাখার জেরে জরিমানা গুণতে হত সংযুক্ত আরব আমিরশাহিতে। ব্যক্তিগতভাবে লাইসেন্স বানিয়ে তবেই মিলত সুরাপানের ছাড়পত্র। আগে অবিবাহিতদের একসঙ্গে থাকাও ছিল শাস্তিযোগ্য অপরাধ। সঙ্গে সম্মান রক্ষার নামে ধর্মভেদে বিয়ে করলে দেওয়া হত কঠোর শাস্তি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement