এক্সপ্লোর
Advertisement
দেশে শান্তি বজায় রাখার আবেদন, ২০ তারিখ ক্ষমতা হস্তান্তর করবেন, জানালেন ট্রাম্প
পাশাপাশি হোয়াইট হাউসও বিবৃতি দিয়ে গতকালের হিংসার নিন্দা করেছে।
ওয়াশিংটন: বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরে তিনি তৈরি। ভোটে পরাজয় স্বীকার করে তিনি বলেছেন, মার্কিন কংগ্রেসে ভোটের ফল প্রমাণিত হয়ে গিয়েছে। পাশাপাশি গতকাল ক্যাপিটল বিল্ডিংয়ে যে হিংসা ও বিক্ষোভ চলেছে তার কঠোর ভাষায় নিন্দা করেছেন তিনি।
এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, আর সব আমেরিকানের মত তিনিও এই হিংসা, অরাজকতা ও সংঘর্ষে ক্ষুব্ধ। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ক্যাপিটল বিল্ডিং সুরক্ষিত রাখতে ও অনুপ্রবেশকারীদের বার করে দিতে তিনি দ্রুত ন্যাশনাল গার্ড ও পুলিশ ফোর্স ডাকেন। আমেরিকায় আইনি ব্যবস্থা যে কোনও পরিস্থিতিতে বজায় থাকা উচিত। ২০ জানুয়ারি দায়িত্বভার বুঝে নেবে নয়া প্রশাসন। এখন তাঁর সবটুকু মনযোগ সুচারু, নিয়ন্ত্রিত ও বাধাহীন হস্তান্তর নিশ্চিত করার দিকে।
পাশাপাশি হোয়াইট হাউসও বিবৃতি দিয়ে গতকালের হিংসার নিন্দা করেছে। প্রেস সচিব কাইলি ম্যাকনি বলেছেন,পরিষ্কার জানিয়ে দিতে চাই, গতকাল ক্যাপিটল হিল যে হিংস্রতার সাক্ষী হল তা অত্যন্ত ভয়প্রদ। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, মার্কিন আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী। প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসন এই ঘটনার কঠোর নিন্দা করেছেন।
মার্কিন প্রেসিডেন্টের অফিসও এ নিয়ে বিবৃতি জারি করেছে। তারা বলেছে, আমাদের প্রশাসনের মুখ্য উদ্দেশ্য সকল নাগরিককে সুরক্ষিত রাখা। ক্যাপিটল বিল্ডিংয়ে যাঁরাই কাজ করছেন তাঁরা এখন ক্ষমতা হস্তান্তর নিয়ে ব্যস্ত রয়েছেন। এখন পুরো আমেরিকার একজোট হওয়ার সময়, কাল যে হিংসা আমরা দেখলাম, তেমন যেন আর না ঘটতে দেওয়া হয়। ঈশ্বরের নামে আমরা সব মার্কিন ঐক্যবদ্ধ রয়েছি।
আগামী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য গতকালের ঘটনায় ট্রাম্পকেই দায়ী করেছেন। ক্যাপিটল বিল্ডিংয় হামলাকারীদের ঘরোয়া দাঙ্গাবাজ নামে অভিহিত করেছেন তিনি। তাঁর বক্তব্য, ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল বিল্ডিংয়ের নিরাপত্তা তছনছ করে যে কাণ্ড করেছে তা কোনও বিক্ষোভ বা আপত্তি প্রদর্শন নয়, বরং পুরোপুরি তাণ্ডব ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement