এক্সপ্লোর
Advertisement
ইউটিউব লাইভস্ট্রিমে দেড় লিটার ভদকা হুড়হুড়িয়ে খেয়ে ফেললেন রাশিয়ার এই ব্যক্তি, ঘটনাস্থলেই মৃত্যু
দেড় লিটার ভদকা পানের পর তাঁদের সামনেই মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি। লাইভস্ট্রিম প্ল্যাটফর্মে তাঁর দেহ দেখা যাচ্ছিল, দর্শকরা তাঁকে মরতে দেখেন একটু একটু করে।
মস্কো: ইউটিউবে লাইভস্ট্রিম করে লিটার লিটার ভদকা খাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। দেড় লিটার ভদকা গলাধঃকরণের পর ঘটনাস্থলেই মারা গেলেন ৬০ বছরের এক রুশ নাগরিক। হাজার হাজার ইউটিউব দর্শকের চোখের সামনে ঘটল এই ঘটনা।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই রুশ ব্যক্তি সাধারণের কাছে পরিচিত ঠাকুরদা নামে। তাঁর আসল নাম ইউরি ডাসকিন, বাড়ি ঘর ছিল না, রাস্তায় থাকতেন তিনি। গত সপ্তাহে রাশিয়ার স্মোলেনস্ক শহরে ঘটেছে এই ঘটনা। সম্ভবত এইভাবে ভদকা খাওয়ার জন্য কোনও ইউটিউবার তাঁকে টাকা অফার করেন। সোশ্যাল মিডিয়ায় নানা কিছু ট্রেন্ড হয়ে যায়, উদ্ভট স্টান্ট করার জন্য এখানে টাকা দেওয়া হয়, আবার অসংখ্য মানুষ তা লাইভ দেখেন। ইউরিকে কোনও ইউটিউবার চ্যালেঞ্জ করেন, লাইভ থেকে অ্যালকোহল বা গরম সস খেতে হবে, বদলে টাকা পাবেন তিনি।
এখন টাকার প্রয়োজন কার না থাকে। ভবঘুরে ইউরির তো আরওই দরকার ছিল। অফার নিয়ে ফেলেন ইউরি। শুরু হয় ইউটিউবে তাঁর ভদকা খাওয়ার লাইভ স্ট্রিম, দেখতে বসেন হাজারো দর্শক। দেড় লিটার ভদকা পানের পর তাঁদের সামনেই মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি। লাইভস্ট্রিম প্ল্যাটফর্মে তাঁর দেহ দেখা যাচ্ছিল, দর্শকরা তাঁকে মরতে দেখেন একটু একটু করে। আবার অনেকে দাবি করেছেন, ভদকা খাওয়ার সময় প্রচণ্ড মারধর করা হচ্ছিল তাঁকে। সবই নাকি খেলার অংশ ছিল, সকলের সামনেই এই ঘটনা ঘটেছে।
রুশ প্রশাসন জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু করেছে তারা। আলেক্সি পুশকভ নামে জনৈক রাশিয়ান সেনেটর এ ধরনের ট্র্যাশ স্ট্রিম বন্ধের আবেদন করেছেন, তিনি অভিযোগ করেছেন, এই সব অর্থহীন চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ায় হিংসার প্রচার করে। এক টুইটে তিনি বলেছেন, স্মোলেনস্ক শহরে এ ধরনের থ্র্যাশ স্ট্রিম সেশন চলাকালীন এক গৃহহীন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ সব এই মুহূর্তে বন্ধ করা হোক, দাবি করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement