এক্সপ্লোর
Advertisement
দেখুন: তাইওয়ানে ঘুড়িতে জড়িয়ে আকাশে উড়ে গেল তিন বছরের শিশু, কোনওক্রমে রক্ষা
ঘুড়ির হাতে বাঁশের লাটাই, উড়তে থাকে ছেলে’- মজার দেশ ছড়ার এই মজাদার পংক্তি যে কার্যত সত্যি হয়ে যাবে তা কি কেউ কোনওদিন ভাবতে পেরেছেন! তাইওয়ানে এমনই এক আজব ঘটনা ঘটল।
তাইওয়ান: ‘ঘুড়ির হাতে বাঁশের লাটাই, উড়তে থাকে ছেলে’- 'মজার দেশ' ছড়ার এই পংক্তি যে কার্যত সত্যি হয়ে যাবে তা কি কেউ কোনওদিন ভাবতে পেরেছেন! তাইওয়ানে এমনই এক আজব ঘটনা ঘটল। ঘুড়িতে জড়িয়ে তিন বছরের এক শিশু হাওয়ার তোড়ে শূন্যে উড়ে গেল! তাইওয়ানের আন্তর্জাতিক ঘুড়ি উত্সবের এই ঘটনায় কোনওক্রমে অক্ষত থেকে প্রাণরক্ষা হল ওই শিশুর। তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের দক্ষিণের শহর সিঞ্চুতে আন্তর্জাতিক ঘুড়ি উত্সব চলাকালে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে এক বিপুলাকায় ঘুড়ির সঙ্গে জড়িয়ে ওই শিশুকে শূন্যে ভাসতে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে উপস্থিত লোকজন ঘুড়ি উত্সবের মজা উপভোগ করছিলেন। এরইমধ্যে হাওয়ার দাপট ওই ঘুড়িকে শূণ্যে উড়ে নিয়ে যায়। সেই ঘুড়িতেই জড়িয়ে যায় ওই শিশু। ঘুড়ির সঙ্গে শিশুটিও শূন্যে একবার এদিক, একবার ওদিকে উড়তে থাকে।
আয়োজকরা ওই কমলা রঙের ঘুড়িটি আকাশে ওড়ানোর জন্য তৈরি করেছিলেন। সেই ঘুড়ির লেজের সঙ্গে জড়িয়ে যায় শিশুটি। কীভাবে এই ঘটনা ঘটল তা জানা যায়নি।
শিশুটিতে ঘুড়ির সঙ্গে জড়িয়ে শূন্যে উড়তে দেখে সেখানে উপস্থিত লোকজন চিত্কার-চেঁচামেজি জুড়ে দেন। ঘুড়িটিকে নামিয়ে আনার আগে প্রায় ৩০ সেকেন্ড শূন্যে ভাসতে দেখা যায় শিশুটিকে। ঘুড়ির সঙ্গে শিশুটি নেমে আসার পর লোকজন তাঁকে মাটিতে পড়ার আগেই ধরে ফেলেন।
সঙ্গে সঙ্গেই শিশুটিকে তার মা ও উত্সবের কর্মীদের সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। তাইওয়ানের সরকার পরিচালিত সংবাদসংস্থার খবর অনুযায়ী, শিশুটির মুখ ও গলায় সামান্য ছড়ে গিয়েছে এবং পরিবারের সঙ্গেই বাড়ি ফিরে গিয়েছে।
পরে এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন মেয়র লিন চিহ-চিয়েন। আগত দর্শকদের নিরাপত্তার জন্য উৎসব অবিলম্বে রদেরও ঘোষণা করেন তিনি।
উৎসবের দিন বাতাসের গতি বেশ ভালোই ছিল বলে জানিয়েছে সংবাদসংস্থা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement