এক্সপ্লোর
Advertisement
ভারতকে ১৫৫ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র, টর্পেডো বিক্রি করবে মার্কিন যুক্তরাষ্ট্র
১০টি এজিএম-৮৪এল হারপুন ব্লক ২ এয়ার লঞ্চড মিসাইলের দাম ধরা হয়েছে ৯২ মিলিয়ন মার্কিন ডলার। ১৬টি এমকে ৫৪ অল আপ রাউন্ড লাইটওয়েট টর্পেডো ও তিনটি এমকে ৫৪ এক্সারসাইজ টর্পেডোর দাম ধরা হয়েছে ৬৩ মিলিয়ন মার্কিন ডলার।
ওয়াশিংটন: ভারতকে ১৫৫ মিলিয়ন মার্কিন ডলারের হারপুন ব্লক ২ এয়ার লঞ্চড মিসাইল ও লাইটওয়েট টর্পেডো বিক্রি করা হবে। মার্কিন কংগ্রসে এক বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প সরকার। দু’টি আলাদা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১০টি এজিএম-৮৪এল হারপুন ব্লক ২ এয়ার লঞ্চড মিসাইলের দাম ধরা হয়েছে ৯২ মিলিয়ন মার্কিন ডলার। ১৬টি এমকে ৫৪ অল আপ রাউন্ড লাইটওয়েট টর্পেডো ও তিনটি এমকে ৫৪ এক্সারসাইজ টর্পেডোর দাম ধরা হয়েছে ৬৩ মিলিয়ন মার্কিন ডলার।
পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারত সরকারের পক্ষ থেকে দু’টি মিলিটারি হার্ডঅয়্যার দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। পি-৮১ বিমানের সঙ্গে যুক্ত হবে হারপুন মিসাইল সিস্টেম। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য এই ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। এর ফলে শত্রুপক্ষের আক্রমণেরও মোকাবিলা করতে পারবে ভারত।’
পেন্টাগনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতীয় উপমহাদেশের সামরিক ভারসাম্য অক্ষুণ্ণ রেখেই ভারতকে ক্ষেপণাস্ত্র ও টর্পেডো দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশনীতি ও জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই ভারতের সঙ্গে কৌশলগত বোঝাপড়া বাড়ানো হচ্ছে। দক্ষিণ এশিয়া ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক স্থিতাবস্থা, শান্তি ও অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ শক্তি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement