এক্সপ্লোর
Advertisement
সেপ্টেম্বরে বাজারে আসছে ভোক্সওয়াগনের বিদ্যুৎচালিত গাড়ি, বুকিং শুরু বুধবার থেকে
করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে মন্দা তৈরি হয়েছে। এরই মধ্যে আত্মপ্রকাশ করতে চলেছে আইডি.৩।
মিউনিখ: এ বছরের সেপ্টেম্বরে ইউরোপের অধিকাংশ দেশের বাজারেই আসতে চলেছে ভোক্সওয়াগনের আইডি.৩ বিদ্যুৎচালিত গাড়ির প্রথম সংস্করণ। এই গাড়ির বুকিং শুরু হবে বুধবার থেকে। দাম ৪০,০০০ ইউরোর মধ্যে থাকবে (ভারতীয় মুদ্রায় ৩৪ লক্ষ টাকা)।
পরিবেশ দূষণের কথা মাথায় রেখে এখন অনেক সংস্থাই বিদ্যুৎচালিত গাড়ি বাজারে আনছে। এক্ষেত্রে ভোক্সওয়াগনও পিছিয়ে নেই। এর আগে শোনা গিয়েছিল, গত বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসবে আইডি.৩। গত বছরের মে থেকে ইউরোপে এই গাড়ির জন্য ডিপোজিট হিসেবে ১,০০০ ইউরো নেওয়া শুরুও করে ভোক্সওয়াগন। তবে অজ্ঞাত কারণে বিদ্যুৎচালিত গাড়ি বাজারে আসা পিছিয়ে যায়। এবার সংস্থার পক্ষ থেকে ব্লগে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে ৩০,০০০ গাড়ির অর্ডার নেওয়া হবে।
করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে মন্দা তৈরি হয়েছে। এরই মধ্যে আত্মপ্রকাশ করতে চলেছে আইডি.৩। তবে জার্মানিতে গাড়ি বিক্রি বাড়ানো, অটোমোবাইল শিল্পে উৎসাহ জোগানো এবং বিদ্যুৎচালিত গাড়ির প্রচারের জন্য স্টিমুলাস প্যাকেজের কথা ঘোষণা করেছে সরকার। আইডি.৩-র দাম ৪০,০০০ ইউরোর মধ্যে থাকায় ইনসেনটিভ হিসেবে ৯,০০০ ইউরো পেতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement