এক্সপ্লোর
Advertisement
করোনা ধরা পড়েছিল পাঁচ দিন বয়সে, বাঁচানো গেল না ফিলিপিন্সের বেবি কোবেকে
ফিলিপিন্সে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২০,৩৮২। মৃত্যু হয়েছে ৯৮৪ জনের। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।
ম্যানিলা: মাত্র পাঁচ দিন বয়সে করোনা ভাইরাস ধরা পড়েছিল। তারপর থেকেই শুরু হয় চিকিৎসা। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছিল। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়ে ফিলিপিন্সের সর্বকনিষ্ঠ করোনা আক্রান্ত বেবি কোবে। শেষপর্যন্ত ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হার মানল সে। তার এক আত্মীয় রোজালিন মানজারেস আজ জানিয়েছেন, ‘রাত একটায় (ফিলিপিন্সের সময় অনুযায়ী) বেবি কোবে আমাদের ছেড়ে চলে গিয়েছে।’
৫ এপ্রিল এই শিশুর করোনা ধরা পড়ে। তাকে কিউজোন শহরের জাতীয় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। ১১ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ২৮ এপ্রিল সে ছাড়া পায়। তার পরিবারের লোকজন জানিয়েছেন, ১৪ দিনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনদিনের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়ে সে। তাকে ফের হাসপাতালে ভর্তি করতে হয়। তার প্রচণ্ড জ্বর ও পেট ফাঁপার সমস্যা ছিল। চিকিৎসকদের পক্ষে এই শিশুটিকে বাঁচানো সম্ভব হল না।
ফিলিপিন্সে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২০,৩৮২। মৃত্যু হয়েছে ৯৮৪ জনের। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement