এক্সপ্লোর
Advertisement
ইজরায়েলে মাটি খুঁড়ে উদ্ধার হাজার বছরের পুরানো গুপ্তধন
মধ্য ইজরায়েলের একটি জায়গায় নতুন একটি বসত অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই এলাকায় স্বেচ্ছায় মাটি খুঁড়তে গিয়ে মাটির পাত্রে রাখা সোনার কয়েনের হদিশ পেল একদল কিশোর। এক হাজারের বেশি বছর মাটির তলায় মাটির পাত্রে চাপা পড়েছিল সোনার কয়েনগুলি।
তেল আভিভ : মধ্য ইজরায়েলের একটি জায়গায় নতুন একটি বসত অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই এলাকায় স্বেচ্ছায় মাটি খুঁড়তে গিয়ে মাটির পাত্রে রাখা সোনার কয়েনের হদিশ পেল একদল কিশোর। এক হাজারের বেশি বছর মাটির তলায় মাটির পাত্রে চাপা পড়েছিল সোনার কয়েনগুলি।
ইজরায়েলের পুরাতত্ত্ব কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৮ অগাস্ট এই গুপ্তধনের হদিশ মেলে।
খনন কাজের ডিরেক্টর লিয়াত নাদভ-জিভ বলেছেন, হাজার বছর আগে যে ব্যক্তি মাটির ভেতরে এই সোনার কয়েনগুলি লুকিয়ে রেখেছিলেন, তিনি পরে তা বের করে কাজে লাগাবেন বলে আশা করেছিলেন। মাটির পাত্র যাতে নড়াচড়া না করে সেজন্য তিনি পেরেকও পুঁতে দিয়েছিলেন। ওই লুকানো সম্পদ কেন তিনি ফিরিয়ে নিলেন না, এই প্রশ্নের উত্তর এখন কালের গর্ভে হারিয়ে গিয়েছে।
যে এলাকায় এই গুপ্তধন মিলেছে, সেখানে সম্ভবত কোনও কারখানা ছিল।
যে স্বেচ্ছাসেবকরা এর হদিশ পেয়েছে, তাদের একজন ওজ কোহেন বলেছে, মাটি খুঁড়ছিলাম। মাটি সরাতেই একটা কিছু চোখে পড়ল-পাতলা পাতার মতো। ভালো করে লক্ষ্য করে দেখলাম সোনার কয়েন। এমন অসাধারণ ও প্রাচীন সম্পদ খুঁজে পাওয়াটা একটা দারুণ ব্যাপার।
পুরাতত্ত্ব বিভাগের সোনার কয়েন সংক্রান্ত বিশেষজ্ঞ রবার্ট কুল জানিয়েছেন, নবম শতকের এই ২৪ ক্যারাটের বিশুদ্ধ সোনার কয়েনগুলির দাম সেই সময় ছিল প্রচুর। উদাহরণ হিসেবে বলা যায়, ওই সময় মিশরের সম্বৃদ্ধ রাজধানী ফাসটাটে প্রাপ্ত কয়েনের দাম দিয়ে একটা বিলাসবহুল বাড়ি কেনা যেত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement