Bangaldesh News: 'হিন্দু সমাজ আজ রাস্তায় নেমেছে, প্রতিবাদ হবেই', পেট্রাপোল থেকে হুঙ্কার শুভেন্দুর
Hindu Monk Arrested: 'রাজাকারদের আত্মসমর্পন করাবে ভারত', পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে হুঙ্কার শুভেন্দুর। 'সন্ন্যাসীর মুক্তি না হলে রফতানি বন্ধ', মন্তব্য শুভেন্দুর। পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের সমাবেশে গিয়ে বাংলাদেশকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে নিজের দেশেই ফিরতে ভয় পাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে। বাংলাদেশে শান্তি ফেরাতে তাঁরা চাইছেন ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। চট্টগ্রামের এক নাগরিক ১২ নভেম্বর মা-বাবাকে চিকিৎসা করাতে এসেছিলেন ব্যাঙ্গালোরে। দেশে ফেরার আগে আতঙ্কে রয়েছে গোটা পরিবার। চট্টগ্রামের আরেক নাগরিক আজই আগরতলা স্থল বন্দর হয়ে ভারতে এসেছেন। যাবেন ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে। ওদেশে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচারের বিবরণ দিতে গিয়ে শিউরে উঠছেন বাংলাদেশি নাগরিক। আতঙ্ক এতটাই যে, কেউ নিজের পরিচয় দিতে চাইছেন না।
বাংলাদেশে সন্ন্যাসীকে ৮ দিন ধরে জেলে আটকে রাখা নিয়ে পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশ যদি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না করে, তাহলে রফতানি বন্ধ করে দেওয়া হবে বলে হুঙ্কার দেন তিনি । বলেন, 'যারা ভারতের পতাকা পদদলিত করেছে, তাদের পাকিস্তানের মতো অবস্থা করব'। এইভাবে চললে 'এই নতুন রাজাকার বাহিনীকে ভারত আত্মসমর্পণ করাবে' , বলেন তিনি।