এক্সপ্লোর
১৩ নভেম্বর পর্যন্ত তিহারে বিচারবিভাগীয় হেফাজতে, স্বাস্থ্যের কারণে অন্তর্বর্তী জামিন চেয়ে দিল্লি হাইকোর্টে চিদম্বরম
চিদম্বরমের জামিনের আবেদন অনুসারে গত ৭ অক্টোবর তাঁর এইমসে পরীক্ষানিরীক্ষা হয়। তাঁকে অ্যান্টিবায়োটিক, পেনকিলার খেতে বলা হয়। সেগুলি খেয়ে তলপেটের ব্যথা কমে। কিন্তু ২২ অক্টোবর ফের ব্যথা শুরু হয়। ২৩শে আবার এইমস-এ তাঁর পরীক্ষানিরীক্ষা হয়। নতুন বেশ কিছু ওষুধ দেওয়া হয়। কিন্তু তাতেও যন্ত্রণার উপশম হয়নি।

নয়াদিল্লি: পি চিদম্বরমকে নিরাশ করে আইএনএক্স বেআইনি অর্থ লেনদেন মামলায় ১৩ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল দিল্লির এক আদালত। যদিও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে নিতে চেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পেশ করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিশেষ বিচারক অজয় কুমার কুহার তিহার জেল কর্তৃপক্ষকে চিদম্বরমের ওষুধপত্র, ওয়েস্টার্ন টয়লেট, নিরাপত্তা, পৃথক সেলের ব্যবস্থা করতে বলেছেন। চিদম্বরমের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তিহার জেলে তাঁর জন্য বাড়ির খাবার পাঠানোর অনুমতিও দিয়েছেন তিনি। গত ২৪ অক্টোবর বুধবার পর্যন্ত তাঁকে ইডি হেফাজতে পাঠিয়েছিল আদালত। তাঁকে আরও একটি দিন হেফাজতে নিতে চেয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা ইডির তরফে বলেন, তারা বাকি একটি দিন কাজে লাগাতে চান। চিদম্বরমের কৌঁসুলি কপিল সিবাল পাল্টা বলেন, এজেন্সি ১৪ দিন ধরে তাঁর মুখোমুখি হয়নি! ৭৪ বছরের কংগ্রেস নেতা তথা ইউপিএ আমলের কেন্দ্রীয় অর্থমন্ত্রী একই মামলায় স্বাস্থ্যের কারণে অন্তর্বর্তী জামিন চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন। হায়দারাবাদের এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাসট্রোএনটেরলজি-তে চেনা ডাক্তারকে দেখিয়ে পরামর্শ নেওয়ার জন্য ৬ দিনের অন্তর্বর্তী সুরাহার আর্জি জানিয়েছেন চিদম্বরম। তিনি সওয়াল করেন, ২০১৭-য় তাঁর ক্রোহন ডিজিস রোগ ধরা পড়ে। তার ফলে ৫ অক্টোবর থেকে তিনি লাগাতার তলপেটে ব্যথা টের পাচ্ছেন। এর দ্রুত চিকিত্সা প্রয়োজন। চিদম্বরমের জামিনের আবেদন অনুসারে গত ৭ অক্টোবর তাঁর এইমসে পরীক্ষানিরীক্ষা হয়। তাঁকে অ্যান্টিবায়োটিক, পেনকিলার খেতে বলা হয়। সেগুলি খেয়ে তলপেটের ব্যথা কমে। কিন্তু ২২ অক্টোবর ফের ব্যথা শুরু হয়। ২৩শে আবার এইমস-এ তাঁর পরীক্ষানিরীক্ষা হয়। নতুন বেশ কিছু ওষুধ দেওয়া হয়। কিন্তু তাতেও যন্ত্রণার উপশম হয়নি। ২৪ ও ২৬ অক্টোবর ফের এইমস-এ তাঁকে দেখেন ডাক্তাররা। ২৮ অক্টোবর রামমনোহর লোহিয়া হাসপাতালে পরীক্ষানিরীক্ষাও হয়। দুর্নীতি মামলায় ২১ আগস্ট সিবিআই গ্রেফতার করে চিদম্বরমকে। এই মামলা দায়ের হয় ২০১৭-র ১৫ মে। অভিযোগ, চিদম্বরম কেন্দ্রের অর্থমন্ত্রী থাকার সময় ২০১৭-য় আইএনএক্স মিডিয়া গোষ্ঠীকে বিদেশ থেকে ৩০৫ কোটি পাওয়ার ব্যাপারে বিদেশি বিনিয়োগ প্রমোশন বোর্ডের ছাড়পত্র দেওয়ায় অনিয়ম হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















