Ipsita Birthday: সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে, 'জীবনের সেরা ছবি', আপ্লুত ঈপ্সিতা
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ঈপ্সিতার। নিজেই ভাগ করে নিলেন তাঁর সেরা ছবিটি। নাহ, অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না। ছবিতে দেখা গেল, ঈপ্সিতার মুখে জন্মদিনের কেক তুলে দিচ্ছেন অন্য কেউ!
![Ipsita Birthday: সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে, 'জীবনের সেরা ছবি', আপ্লুত ঈপ্সিতা Ipsita Birthday: Actress Ipsita Mukherjee shares picture with Sabitri Chatterjee on her birthday Ipsita Birthday: সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে, 'জীবনের সেরা ছবি', আপ্লুত ঈপ্সিতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/26/dff3068e4069f0875a6f08074b9877e9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ তাঁর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের মিষ্টি সহ অভিনেত্রীর জন্মদিনে অনেকেই ভাগ করে নিয়েছেন বিভিন্ন মুহূর্ত। আর সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়ের (Ipsita Mukherjee) নিজেই ভাগ করে নিলেন তাঁর সেরা ছবিটি। নাহ, অর্ণব বন্দ্যোপাধ্যায়ের (Arnab Banerjee) সঙ্গে না। ছবিতে দেখা গেল, ঈপ্সিতার মুখে জন্মদিনের কেক তুলে দিচ্ছেন অন্য কেউ!
আপাতত 'ধূলোকণা' ধারাবাহিকে কাজ করছেন ঈপ্সিতা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ধারাবাহিকের বন্ধু অনিন্দিতা, মানালি ও প্রীতি। প্রত্যেকের পোস্টেই রয়েছে আদরের ছোঁয়া। বাকি সহ অভিনেত্রীদের থেকে অনেকটাই ছোট ঈপ্সিতা। আর তাই, প্রত্যেকের পোস্টেই রইল স্নেহের ছোঁয়া। আর অর্ণব? আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অর্ণব। হলুদ পোশাকে পাশে দাঁড়িয়ে ঈপ্তিতা। তাঁকে জড়িয়ে রয়েছেন অর্ণব। দুজনের মুখেই মিষ্টি হাসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে অর্ণব লেখেন, 'তোমায় শুভ জন্মদিন।' সঙ্গে এঁকে দেন হার্ট ও কেক ইমোজি। সঙ্গীর এই মিষ্টি শুভেচ্ছায় ঈপ্সিতার উত্তর। 'তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিনই শুভ, খুশির।'
আরও পড়ুন: 'ছোটপর্দা মধ্যবয়সী নারীদের গল্পের কেন্দ্রীয় চরিত্র হিসেবে ভাবছে, এটা বিরাট পরিবর্তন'
কিন্তু সোশ্যাল মিডিয়ায় দিনের সেরা ছবিটি ভাগ করে নিলেন ঈপ্সিতা। ছবিতে তাঁর সঙ্গে যিনি রয়েছেন, তিনি আর কেউ নন, কিংবদন্তি সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। পরম স্নেহে ঈপ্সিতাকে কেক খাইয়ে দিচ্ছেন তিনি। ছবিটা তোলা 'ধূলোকণা'-র শ্যুটিং সেটে। ছবিটি শেয়ার করে ঈপ্সিতা লিখেছেন, 'আমার জীবনের সবচেয়ে দামি ছবি এটা'।
জানুয়ারি মাসের শেষের দিকের কথা। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি ভাগ করে নেন ঈপ্সিতা, তার পরের দিন অর্ণবও। তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যেত ইন্ড্রাস্ট্রিতে কান পাতলেই। সোশ্যাল মিডিয়ায় বিশেষ দিনে একসঙ্গে ছবিও ভাগ করে নিতেন তাঁরা। তবে জানুযারি মাসের ২৪ তারিখ আইনি বিয়ে সেরেছেন এই দুই টেলি তারকা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগও করে নিয়েছেন তাঁরা।
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)