Iran Israel Conflict: ইজরায়েলের হানায় ইরানে নিহতের সংখ্যা ছাড়াল ৬০০ ! আহত ৫ হাজারের বেশি
Iran Israel Tension: যুদ্ধ বিরতি ঘোষণার পরেও হামলা অব্যহত ! জরুরি বার্তা ইরানের স্বাস্থ্যমন্ত্রী

নয়াদিল্লি: ইজরায়েলের হানায় ইরানে নিহতের সংখ্যা ছাড়াল ৬০০। মূলত মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন ইরান ও ইজরায়েলের মধ্যে। সোমবার গভীর রাতে ট্রাম্প তাঁর সমাজমাধ্যম ট্রুথ-এ যুদ্ধবিরতি ঘোষণার কথা জানান। অবশেষে কি লড়াই থামতে চলেছে মধ্যপ্রাচ্যে? শেষ অবধি কি যুদ্ধবিরতি হতে চলেছে ইজরায়েল এবং ইরানের মধ্য়ে? প্রশ্নটা থেকে যাচ্ছে, কারণ মুখে যুদ্ধ বিরতির কথা বললেও, মঙ্গলবার দু'দেশের তরফ থেকেই পরস্পরের বিরুদ্ধে মিসাইল ছোড়ার অভিযোগ তোলা হয়। মঙ্গলবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গত ১২ দিনে দেশে ৬০৬ জন নিহত হয়েছেন। ৫ হাজার ৩২৪ জন আহত হয়েছেন।
যুদ্ধবিরতির সিদ্ধান্তে ইরান ও ইজ়রায়েল দু’দেশই সহমত। এরমধ্যেই ইজরায়েল অভিযোগ করে, মঙ্গলবার সকালেও ইরান তাদের উপর হামলা চালিয়েছে। ইজরায়েলের বিরুদ্ধেও হামলার অভিযোগ করে ইরান। অন্যদিকে সংঘর্ষ বিরতি নিয়ে ইরান ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করে দেওয়ার পরেই ট্রুথে দ্বিতীয় পোস্ট করেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট লেখেন,ইরান এবং ইজরায়েল যোগাযোগ করে বলেছিল তারা শান্তি চায়। আমি জানতাম, এটাই সঠিক সময়। বিশ্ব এবং পশ্চিম এশিয়াই আসল জয়ী। আগামী দিনে দুই দেশেই ভীষণ শান্তি, সমৃদ্ধি এবং ভালবাসা আসবে।ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলেও সংঘর্ষ বিরতির খবর সম্প্রচারিত হয়। তারপরে ইরানের পরে সংঘর্ষ বিরতিতে রাজি হয় ইজরায়েল।
ইজরায়েলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে পারস্পরিক সংঘর্ষ বিরতিতে সম্মত হয় তারা। কয়েক ঘণ্টার ব্যবধানে ইরাক-ইজরায়েলের সংঘর্ষ বিরতি নিয়ে সোশাল মিডিয়ায় তৃতীয় পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি লেখেন, সংঘর্ষ বিরতি এখন থেকে কার্যকর হচ্ছে। দয়া করে লঙ্ঘন করবেন না। ১৩ জুন ইরানের একাধিক পরমাণু কেন্দ্র ও সেনাঘাঁটি লক্ষ্য করে অপারেশন রাইজিং লায়ন চালায় বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। ২০০টি ফাইটার জেট নিয়ে হামলা চালানো হয়। এরপর ইজরায়েলের উপর 'ট্রু প্রমিস থ্রি' অপারেশন লঞ্চ করে তেহরান। দুই দেশের সংঘাতের আবহেই ইরানের প্রধান তিন পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। এতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে।ইরানের তিনটি পরমাণুকেন্দ্র লক্ষ্য করে আমেরিকার হামলার তীব্র নিন্দা করে রাশিয়া।






















