Iran-Israel Conflict: ইজরায়েল-ইরান যুদ্ধে আমেরিকার এন্ট্রি, ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা
Donald Trump: ইরানের পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক আমেরিকার সেনার।

Iran Israel Conflict: ইজরায়েল-ইরান যুদ্ধে আমেরিকার এন্ট্রি। যুদ্ধে সরাসরি জড়াল আমেরিকা। ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা। ইরানের পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক আমেরিকার সেনার। আমেরিকার সেনাকে যুদ্ধের আহ্বানে শুভেচ্ছা ট্রাম্পের। ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য, বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন সূত্রে খবর, ইরানে হামলার পর ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে এবার সরাসরি জড়াল আমেরিকা। ট্রাম্পের হুঁশিয়ারির পর এবার ইরানে হামলা আমেরিকার। সোশ্যাল মিডিয়ায় নিজেই হামলার কথা জানিয়েছেন ট্রাম্প।
— Donald J. Trump (@realDonaldTrump) June 21, 2025
'আমেরিকার সেনা বাহিনী সফল ভাবে হামলা চালিয়েছে। ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে।' অপারেশন-এর পরে সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশ সীমার বাইরে আছে', দাবি ট্রাম্পের। 'অন্য কোনও দেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ধরণের অভিযান চালাতে পারেনি। এখন শান্তির সময় এসেছে', সোশাল মিডিয়ায় বার্তা ট্রাম্পের।
অন্যদিকে এই প্রসঙ্গে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী Yoav Gallant এক্স মাধ্যমে লিখেছেন, 'রাষ্ট্রপতি ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, ইসরায়েলের জন্য, সমগ্র মানবতার জন্য একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ব এখন একটি নিরাপদ স্থান।'
President Trump took a bold decision for the United States, for Israel, for all of humanity.
— יואב גלנט - Yoav Gallant (@yoavgallant) June 22, 2025
The world is now a safer place 🇮🇱🫡🇺🇸
সূত্রের খবর, কিছুক্ষণ পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, ইরানের সরকারি প্রচার মাধ্যমে ট্রাম্পকে পাল্টা হুমকি দেওয়া হয়েছে ইরানের তরফে। ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে, 'শুরুটা আপনি করলেন, শেষটা আমরা করব। এখানে থাকা প্রত্যেক আমেরিকান নাগরিক, সেনা এখন টার্গেট।'
"I will be giving an Address to the Nation at 10:00 P.M., at the White House, regarding our very successful military operation in Iran. This is an HISTORIC MOMENT FOR THE UNITED STATES OF AMERICA, ISRAEL, AND THE WORLD. IRAN MUST NOW AGREE TO END THIS WAR. THANK YOU!" posts US… pic.twitter.com/kZdF6nHECz
— Press Trust of India (@PTI_News) June 22, 2025
অন্যদিকে এক্স মাধ্যমে বার্তা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু- ও।
President Trump and I often say: ‘Peace through strength.’
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) June 22, 2025
First comes strength, then comes peace.
And tonight, @realDonaldTrump and the United States acted with a lot of strength. pic.twitter.com/7lTWCZkgw7
নেতানিয়াহু বলেছেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি প্রায়ই বলি 'শক্তি মাধ্যমে শান্তি। প্রথমে আসে শক্তি। তারপর আসে শান্তি। আজ রাতে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনেক শক্তি দিয়ে কাজ করেছে।'






















