Iran Israel Conflict: আরও বড় যুদ্ধের আশঙ্কা! মাঝ সমুদ্র থেকেই ফিরে গেল তেলের ট্যাঙ্কার! বড় বিপাকে পড়তে পারে বিশ্ব?
Israel Iran News: এই হামলার ফলে এই অঞ্চলের বাণিজ্যিক জাহাজ চলাচলে প্রভাব পড়তে পারে।

নয়া দিল্লি: ইজরায়েল-ইরান যুদ্ধের ১১ দিন।তেল আভিভ, হাইফা-সহ ইজরায়েলের একাধিক শহরে শুরু হয়েছে মিসাইল হানা। মুহুর্মুহু বাজছে সাইরেন। ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের নজর এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যে যে কোনও মুহূর্তে আঘাত হানতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের উপর মার্কিন বিমান হামলার ফলে প্রতিশোধের আশঙ্কা তৈরি হওয়ার পর হরমুজ প্রণালীতে দুটি সুপারট্যাঙ্কার, যার প্রতিটি প্রায় ২০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে সক্ষম, ইউ-টার্ন নেয়, ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে এমনটাই।
এই হামলার ফলে এই অঞ্চলের বাণিজ্যিক জাহাজ চলাচলে প্রভাব পড়তে পারে। ব্লুমবার্গের জাহাজ ট্র্যাকিং তথ্য অনুসারে, রবিবার হঠাৎ করেই গতিপথ পরিবর্তন করার আগে কসউইজডম লেক এবং সাউথ লয়্যালিটি উভয়ই গুরুত্বপূর্ণ জলপথে প্রবেশ করেছিল। এরপর দুটি খালি ট্যাঙ্কার পারস্য উপসাগরের প্রবেশপথ থেকে দূরে দক্ষিণ দিকে যাত্রা করে। রবিবার প্রকাশিত ইউরোনিউজের এক প্রতিবেদন অনুসারে, এই হামলার পর, ইরান এখন হরমুজ প্রণালী বন্ধ করার বিকল্প বিবেচনা করছে।
এদিকে, আমেরিকার হামলায় ক্ষিপ্ত আয়াতোল্লা খামেনেই। সব ইউরেনিয়াম সুরক্ষিত বলে দাবি করে আমেরিকায় স্লিপার সেলকে সক্রিয় করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। অন্যদিকে, ইরানের কেরমানশাহ শহরে সামরিক ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালাল ইজরায়েলের বায়ুসেনা। সংবাদ সংস্থা AP সূত্রে খবর, ইজরায়েলের হামলায় ইরানে প্রায় সাড়ে ৯০০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩ হাজার ৪৫০ জন।
অন্যদিকে, ইজরায়েল-ইরান যুদ্ধের মধ্যেই ভারতীয় বাজারে পড়ছে শেয়ার সূচক। আজ বাজার খুলতেই ৮০০ পয়েন্টের বেশি পড়ে গেল সেনসেক্স। সাড়ে ৮১ হাজারে নেমে গেল শেয়ার সূচক। ২৬৮ পয়েন্ট নেমে ২৪ হাজার ৮৪৩-তে পৌঁছল নিফটিও। আরও ১৭ পয়সা নেমে ডলারপিছু ভারতীয় টাকার দাম কমে হল ৮৬ টাকা ৭২ পয়সা। অন্যদিকে, ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তার জেরে তেলের কোম্পানি, উড়ান সংস্থা, রং এবং আঠা তৈরির সংস্থাগুলির শেয়ারের দামও পড়েছে।
ইতিমধ্যেই ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে এবার 'অপারেশন মিডনাইট হ্যামার' চালিয়েছে আমেরিকা। ১৩ জুন, ইরানের পরমাণুকেন্দ্রে হামলা চালায় ইজরায়েল। কিন্তু পাহাড় কেটে তৈরি এবং মাটির প্রায় ৩০০ ফুট নীচে থাকা ফোরদো পরমাণুকেন্দ্রটি ইজরায়েলের হামলায় কোনও ক্ষতিই হয়নি। এই পরিস্থিতিতে আমেরিকার সাহায্য চায় ইজরায়েল। এরপরই ইজরায়েলকে সাহায্য করতে অপারেশন মিডনাইট হ্যামার লঞ্চ করেছে আমেরিকা।





















