Indian Railway Update: ভারতীয় রেলে ফের দোতলা ট্রেন, এই শহরের যাত্রীরা পাবেন সুবিধা
Indian Railway Update: যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিয়েছে দক্ষিণ রেলওয়ে(Southern Railway)। ফের চালু হতে চলেছে দক্ষিণ রেলওয়ের উদয় এক্সপ্রেস ডবল ডেকার ট্রেন।
Double Decker Express: দেশে করোনার পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরতেই ফের পুরোদমে ট্রেন চালানোর উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল(Indian Railway)। যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিয়েছে দক্ষিণ রেলওয়ে(Southern Railway)। ফের চালু হতে চলেছে দক্ষিণ রেলওয়ের উদয় এক্সপ্রেস ডবল ডেকার ট্রেন।
Indian Railway Update: মার্চের শেষের দিকে এই ট্রেনটি পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ রেল (Southern Railway। একবার যাত্রা শুরু হলে দক্ষিণের পথে ট্রেনে যাতায়াত আরও স্বস্তির হবে। ৩১ মার্চ থেকে এই ট্রেন চালানো শুরু করবে রেল। ইতিমধ্যেই ট্রেন চালুর খবর পাওয়ার পরই শুরু হয়ে গেছে টিকিটের অগ্রিম বুকিং।
Double Decker Express: উদয় এক্সপ্রেসে যাত্রীরা অনেক সুবিধা পান
গত কয়েক বছর ধরে যাত্রী সুবিধা বাড়ানোর জন্য রেলওয়ে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যাত্রীরা যাতে সর্বোচ্চ সুবিধা পেতে পারেন, সেজন্য রেলওয়ে ক্রমাগত এই ধরনের প্রিমিয়াম ট্রেন চালু করছে। উদয় এক্সপ্রেস ডাবল ডেকার ট্রেনে যাত্রীদের সুবিধার্থে বিশেষ যত্ন নেওয়া হয়েছে। এতে অনেক নতুন বৈশিষ্ট্য দেখতে পাবেন আপনি। এই ট্রেনে প্যাসেঞ্জার ওয়াই-ফাই, ইনফোটেইনমেন্ট সিস্টেম, জিপিএস ভিত্তিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমের মতো সুবিধা পাওয়া যায়।
Indian Railway Update: পাশাপাশি যাত্রার সময় যাত্রীদের জন্য বিশেষ খাবারের জায়গাও দেওয়া হয়েছে এই ট্রেনে। এর মধ্যেই পাবেন বিশেষ ফুড ভেন্ডিং মেশিন। যেখানে টাকা দিলেই খাদ্য সামগ্রী স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে। এই ট্রেনে পাবেন 2 সেকেন্ড এসি চেয়ার কার, একটি সেকেন্ড ক্লাস কাম লাগেজ ক্লাস ও একটি 7 এসি ডাবল ডেকার কোচ।
Double Decker Express: ৩১ মার্চ থেকে চালু হবে উদয় এক্সপ্রেস
দক্ষিণ রেলের তরফে জানানো হয়েছে, এই মাসের শেষ তারিখ অর্থাৎ 31 মার্চ থেকে উদয় এক্সপ্রেস যাত্রা শুরু করবে। এই ট্রেনটি (22666) কোয়েম্বাটোর জংশন থেকে সকাল 05.45 টায় ছেড়ে যাবে ও 12.40 টায় বেঙ্গালুরু পৌঁছবে। একই সময়ে, উদয় এক্সপ্রেস (22665) 14.15 টায় ছাড়বে ও 21.00-এ কোয়েম্বাটোর জংশনে পৌঁছবে। এই ট্রেন শুধু বুধবার চলবে না।