ISI Spy Arrested :সেনার মহড়া থেকে অতি গোপন তথ্য! চুপিসাড়ে যাচ্ছিল ISI-র হাতে, এবার গ্রেফতার পাক-চর
রাজস্থানের জয়সলমেঢ় থেকে গ্রেফতার ISI-এর এক গুপ্তচর । পাকিস্তানি হ্যান্ডলারদের হাতে তুলে দিত সীমান্তের গোপন তথ্য !

নয়াদিল্লি: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ত্রস্ত পাকিস্তান। জম্মু-কাশ্মীরে উস্কানির চেষ্টা অব্যাহত। সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে টানা ৮ দিন ধিরে পাক সেনা গুলিবর্ষণ করেই চলেছে সীমান্তে। রাত হলেই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি ছুড়ছে পাক সেনা। কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, নৌশেরা এবং আখনুর সেক্টরে গুলি চালাচ্ছে পাকিস্তান। পাক সেনার গুলির উত্তরে জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। সেই সঙ্গে দেশজুড়ে চলছে চিরুনিতল্লাশি। এরই মধ্যে রাজস্থানে গোয়েন্দা সংস্থা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এক গুপ্তচরকে গ্রেফতার করেছে। অভিযুক্ত গুপ্তচরের নাম পাঠান খান । তাকে গ্রেফতার করা হয়েছে জয়সলমেঢ় থেকে। জানা গিয়েছে, এক মাস আগেই অভিযুক্ত পাঠান খানকে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হল।
গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, পঠান খান ২০১৩ সালে পাকিস্তান গিয়েছিলেন, যেখানে তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে। পাকিস্তানে তাকে টাকার লোভ দেখানো হয় বলে জানিয়েছে পাঠান। সেখানে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণও দেওয়া হয় তাকে ।
অভিযোগ, ২০১৩ সালের পরও পাঠান খান সেখানে গিয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দেখা করত এবং জয়সলমেঢ় আন্তর্জাতিক সীমান্ত সংক্রান্ত সংবেদনশীল ও গোপনীয় তথ্য পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে ভাগ করে দিত। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্ত পাঠান খান জয়সলমেঢ় বাসিন্দা। সন্দেহজনক কাজের জন্যই তাকে আটক করা হয়।পাঠান খান পাকিস্তানে ভারতের বহু গোপনীয় তথ্য পাচার করেছে। সীমান্তবর্তী এলাকায় সেখানে ভারতীয় সেনার জওয়ানরা মোতায়েন থাকেন এবং সামরিক অনুশীলনের জন্য ক্রমাগত অভিযান চালানো হয়।
প্রেস রিলিজে বলা হয়েছে, পাঠান খান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানে ভারতীয় সেনার কার্যকলাপের ছবি পাঠাতেন এবং সীমান্তের সংবেদনশীল তথ্যও দিতেন। গুপ্তচরবৃত্তির জন্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে ভারতীয় সিমও দিয়েছিলেন। এর বিনিময়ে আইএসআই বিভিন্ন উপায়ে পাঠান খানকে টাকা পাঠাতো। পঠান খানকে ধরার পর বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা তাঁর সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছে। অভিযোগের সত্যতা যাচাই হওয়ার পর পঠান খানের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে জানা গিয়েছে, পহেলগাঁও হামলার পর আরব সাগরে শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে ভারত। তার মধ্যেই গুজরাতে পৌঁছে গিয়েছে INS সুরাত। সেখানে যুদ্ধজাহাজটিকে দেওয়া হয়েছে জল-সেলাম। ডেস্ট্রয়ার শ্রেণির এই যুদ্ধজাহাজ শত্রুপক্ষের রাডারে সহজে ধরা পড়বে না। এই যুদ্ধজাহাজে রয়েছে ক্ষেপণাস্ত্র, কামান, টর্পেডো-সহ নানা উন্নত অস্ত্র। শুধু জলেই নয়, স্থলেও শক্তি দেখাচ্ছে ভারত। এবার ট্যাঙ্ক মহড়ার ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গোটা দেশ যখন প্রত্যাঘাতের কথা বলছে, তখন ট্যাঙ্ক-ম্যানের এরকম ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনা।






















