Joe Biden: যুদ্ধে শিশুদের শিরচ্ছেদ! ভুয়ো খবর ছড়ানোয় অভিযুক্ত খোদ বাইডেন, সাফাই দিল হোয়াইট হাউস
Israel Palestine War: বুধবার হামাসকে আক্রমণ করতে গিয়ে শিশুদের মাথাকাটার ছবি দেখেছেন বলে দাবি করেন বাইডেন।
নয়াদিল্লি: যুদ্ধ পরিস্থিতিতে মৃতের সংখ্যা বেড়ে চলেছে হু হু করে। তার সঙ্গে ভুয়ো খবরের রমরমাও চলছে। সোশ্যাল মিডিয়া থেকে তাবড় সংবাদমাধ্যমও তার প্রকোপ এড়াতে পারেনি। আমেরিকরা প্রেসিডেন্ট জো বাইডেনও (Joe Biden) ভুয়ো খবরের শিকার হলেন। ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধে নৃশংস ভাবে শিশুদের শিরচ্ছেদ করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার সপক্ষে প্রমাণও পেয়েছেন বলে জানান। এই তথ্য সঠিক নয় বলে সামনে আসতে কৈফেয়ত দিতে হল হোয়াইট হাউসকে। বাইডেন প্রমাণ পাননি, কিছু রিপোর্টের ভিত্তিতে ওই দাবি করেন বলে সাফাই দিল তারা। (Israel Palestine War)
গত এক সপ্তাহ ধরে যুদ্ধ চলছে ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে। নিরীহ মানুষজন তাতে কার্যতই কচুকাটা হচ্ছেন নিত্যদিন। শিশুরাও রেহাই পাচ্ছে না বলে খবর মিলছে। সেই আবহেই বুধবার হামাসকে আক্রমণ করতে গিয়ে শিশুদের মাথাকাটার ছবি দেখেছেন বলে দাবি করেন বাইডেন। তিনি বলেন, "ভাবিনি কখনও এসব দেখতে হবে, নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসবাদীদের হাতে শিশুদের শিরচ্ছেদের ছবি দেখলাম।" হিটলারের আমলে হওয়া গণহত্যার পর ইহুদিদের জন্য সবচেয়ে ভয়াবহ সময় বলেও মন্তব্য করেন বাইডেন। হামাসকে 'অশুভ শক্তি' বলেও উল্লেখ করেন।
বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, বাইডেনের এই দাবির পরই শোরগোল পড়ে যায় চারিদিকে। কিন্তু বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে গেলে দেখা যায়, ওই তথ্য সঠিক নয়। বরং যুদ্ধ ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় যে একের পর এক ভুয়ো তথ্য ছড়িয়েছে, এই দাবির আগমনও সেখান থেকেই।
বিষয়টি আরও খতিয়ে দেখতে গিয়ে জানা যায়, তেল আভিভের এক সাংবাদিত সরাসরি সম্প্রচারের সময় ওই দাবি করেন। জানান, ইজরায়েলি সেনা তাঁকে এই তথ্য দিয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে, ইজরায়েলি সেনা যায়, শিশুদের শিরচ্ছেদের কোনও ঘটনা জানা নেই তাদের। এমনিতে প্রত্যেক ইজরায়েলি পুলিশের দু'বছর সেনাবাহিনীতে কাটানো বাধ্যতামূলক। তেমনই এক সৈনিক ওই সাংবাদিককে এই তথ্য দেন বলে জানা যায়। ওই ব্যক্তির পরিচয় সামনে আসতে দেখা যায়, তিনি ওয়েস্টব্যাঙ্কের একটি চরমপন্থী সংগঠনের সদস্য।
তাই শিশুদের শিরচ্ছেদের খবর যে ভুয়ো, তা পরিষ্কার হয়ে যায়। তাতে তীব্র সমালোচনার মুখে পড়েন বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট কী করে ভুয়ো খবর ছড়ান, প্রশ্ন তুলতে শুরু করেন সমালোচকরা। এর পরই কৈফেয়ত দিতে এগিয়ে আসে হোয়াইট হাউস। বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'এমন কোনও ছবি দেখেননি বাইডেন। ইজরায়েল থেকে পাওয়া কিছু রিপোর্টের ভিত্তিতে ওই মন্তব্য করেন'।
যুদ্ধ চলাকালীন গত এক সপ্তাহে ভুয়ো খবর, ভিডিও-য় ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। শিশুদের শিরচ্ছেদ থেকে তাদের উপর যৌন নির্যাতন চালানোর দাবিও সামনে এসেছে। একাধিক সত্যতা যাচাইকারী সংস্থা, সেসব এক এক করে তুলে আনছেন। কিন্তু সত্যতা যাচাই না করে আমেরিকার প্রেসিডেন্ট গোটা দুনিয়ার সামনে এমন দাবি করলেন কোন যুক্তিতে, প্রশ্ন উঠছেই।