Meloni-Modi: 'বন্ধু' মোদির জন্য Melodi ট্যাগ দিয়ে ছবি পোস্ট ইতালির প্রধানমন্ত্রী মেলোনির
নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সেলফি (Selfie) তুলে তা সোশাল মিডিয়ায় (Social Post) পোস্ট করলেন ইতালির (Italy) প্রধানমন্ত্রী
নয়া দিল্লি: দুবাইতে (Dubai) COP28 জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সেলফি (Selfie) তুলে তা সোশাল মিডিয়ায় (Social Post) পোস্ট করলেন ইতালির (Italy) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Georgia Meloni)। শুধু তাই নয়, সেই পোস্টে মোদিকে তিনি 'ভাল বন্ধু' বলেও উল্লেখ করেছেন।
ইতালির প্রধানমন্ত্রী সোশাল পোস্টে লিখেছেন, 'COP28 এর ভালো বন্ধুরা।' এর সঙ্গে তিনি লিখেছেন- '#Melodi'। নেটিজেনরা বলছেন, এ অনেকটা- বিরুষ্কা (বিরাট-অনুষ্কা), রনালিয়া (রণবীর-আলিয়া), রণদীপ (রণবীর-দীপিকা)র মতোই, মেলোডি (মেলোনি-মোদি)।
Good friends at COP28.#Melodi pic.twitter.com/g0W6R0RJJo
— Giorgia Meloni (@GiorgiaMeloni) December 1, 2023
আরও পড়ুন, 'চাই না আরেকটা সারদা মামলা হয়ে যাক' নিয়োগ দুর্নীতির তদন্তে ফের অসন্তোষ প্রকাশ আদালতের
এর আগে G20 সম্মেলনে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী। জর্জিয়া মেলোনি তাঁর প্রথম ভারত সফরে এসে বলেছিলেন, “নরেন্দ্র মোদি বড় নেতা বলে প্রমাণিত এবং এর জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি।” সেই শুভেচ্ছা পেয়ে আপ্লুতও হন মোদি। তিনি বলেছিলেন, “ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে প্রথম ভারত সফরের জন্য অভিনন্দন জানাচ্ছি। গত বছর নির্বাচনে ইটালির জনগণ তাঁকে ভোট দিয়েছেন এবং তিনিই ইটালির প্রথম মহিলা ও কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। এই ঐতিহাসিক কৃতিত্বের জন্য ভারতীয়দের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানাচ্ছি।”
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দিল্লিতে আসার পরই রাষ্ট্রপতি ভবনে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। ‘ট্রাই-সার্ভিসের গার্ড অফ অনার’ দেওয়া হয়েছিল মেলোনিকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে