Calcutta High Court:'চাই না আরেকটা সারদা মামলা হয়ে যাক' নিয়োগ দুর্নীতির তদন্তে ফের অসন্তোষ প্রকাশ আদালতের
Calcutta High Court: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায়, কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে ফের অসন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। "অনেক অভিযুক্তর নাম চার্জশিটে নেই। ED'র আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখুন। আরও অনেক তথ্য পাবেন।'' SIT-এর প্রধানকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। টানলেন সারদা মামলার প্রসঙ্গও।
অসন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে, বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়েছে সিবিআই। আর এর পরের দিনই প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায়, কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে নিয়োগ দুর্নীতিতে গঠিত SIT-এর প্রধান অশ্বিন শেনভির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি। তিনি বলেছেন, ED'র সঙ্গে ঠিকমতো যোগাযোগ রাখছেন না SIT প্রধান।অশ্বিন শেনভির উদ্দেশে বিচারপতি নির্দেশ দেন, অনেক অভিযুক্তর নাম চার্জশিটে নেই। ED'র আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখুন। আরও অনেক তথ্য পাবেন।
সারদা চিটফান্ড সংস্থাকে বিশ্বাস করে, ঠকেছিলেন হাজার হাজার আমানতকারী। প্রায় ৯ বছর হতে চললেও, এখনও সারদা ও রোজভ্যালির মতো চিটফাণ্ডের কাণ্ডের তদন্ত শেষ করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। তার ফলে বিচারপর্বও শুরু করা যায়নি। এই প্রেক্ষাপটে, এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "পূর্ণ রাজনীতিক, আধা রাজনীতিক, পুলিশ এবং গোয়েন্দা, সবাই স্কুলে নিয়োগ দুর্নীতি সম্পর্কে জানতেন। CBI রিপোর্ট দেখে এটা স্পষ্ট। বিশাল অঙ্কের টাকার লেনদেন হয়েছে।'' এরপরই বিচারপতি বলেন, "আমি চাই না এটা আরেকটা সারদা মামলা হয়ে যাক। দ্রুত চার্জ গঠন করে নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য, CBI-কে নির্দেশ দেন বিচারপতি।''
এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় আদালত অবমাননার হুঁশিয়ারি দিতেই, তড়িঘড়ি প্রাথমিকের চাকরিপ্রার্থী পল্লব বারিকের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ সালে প্রাথমিক টেটে অংশ নেন চাকরিপ্রার্থী পল্লব বারিক। প্রথমে সেই পরীক্ষায় তিনি পাস করেননি বলে পর্ষদের তরফে জানানো হলেও, ২০২২ সালে তারা জানায় টেটে পাস করেছেন পল্লব। বলা হয়, ৯২% নম্বর পেয়েছেন তিনি। টেট উত্তীর্ণ জানতে পারার পরই চাকরির দাবিতে হাইকোর্টে মামলা করেন পল্লব বারিক। সেই মামলায় গত ২১ সেপ্টেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই চাকরিপ্রার্থীকে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দেন।
কিন্তু, এরপর ২ মাসের বেশি সময় কেটে গেলেও সেই নির্দেশ কার্যকর হয়নি। শুক্রবার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, পর্ষদ ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ কার্যকর করেনি। দু'মাসের বেশি সময়েও আদালতের নির্দেশ কার্যকর করেনি পর্ষদ। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্য়ায় হুঁশিয়ারি দেন, ৪ ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ না মানা হলে পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে।তিনি নির্দেশ দেন, শুক্রবার দুপুর ৩টে ২০ মিনিটের মধ্যে আদালতের আগের নির্দেশ মানতে হবে পর্ষদকে। এরপরই, আদালতের ধমক খাওয়া মাত্রই, তড়িঘড়ি পল্লব বারিকের ইন্টারভিউ ও অ্য়াপটিটিউড টেস্ট নিল পর্ষদ। এদিন দুপুর ৩টে ১৫ নাগাদ তাঁর পরীক্ষা শুরু হয়। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর ইন্টারভিউয়ের ফলাফল, ভিডিওগ্রাফি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Calcutta High Court: আরও ২ স্কুলে বেআইনি নিয়োগের অভিযোগ, FIR দায়েরের নির্দেশ আদালতের