Jalgaon Road Accident:মহারাষ্ট্রের জলগাঁওয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাক উল্টে হত ১৬ শ্রমিক
মহারাষ্ট্রের জলগাঁও জেলায় মর্মান্তির পথ দুর্ঘটনা। ট্রাক উল্টে প্রাণ হারালেন ১৬ জন শ্রমিক। মৃতরা সবাই আভোদা, খেরহালা ও রাভের জেলার শ্রমিক। পুলিশ জানিয়েছে, কিনাগাঁও গ্রামে একটি মন্দিরের কাছে পেঁপে বোঝাই একটি লরি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটেছে। পাঁচ শ্রমিক শুরুতর জখম হয়েছে এবং তাঁদের গ্রামীন হাসপাতালে চিকিৎসা চলছে।
জলগাঁও: মহারাষ্ট্রের জলগাঁও জেলায় মর্মান্তির পথ দুর্ঘটনা। ট্রাক উল্টে প্রাণ হারালেন ১৬ জন শ্রমিক। মৃতরা সবাই আভোদা, খেরহালা ও রাভের জেলার শ্রমিক। পুলিশ জানিয়েছে, কিনাগাঁও গ্রামে একটি মন্দিরের কাছে পেঁপে বোঝাই একটি লরি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটেছে। পাঁচ শ্রমিক শুরুতর জখম হয়েছে এবং তাঁদের গ্রামীন হাসপাতালে চিকিৎসা চলছে।
মৃতদের মধ্যে ২ শিশু ও ছয় মহিলা। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। জলগাঁও পুলিশ জানিয়েছে, ধূলে থেকে রাওয়েল যাওয়ার পথে ওই ট্রাক উল্টে যায়। রাত একটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ ট্রাক চালককে হেফাজতে নিয়েছে।
রবিবার আরও একটি পথ দুর্ঘটনা এর শিশু ও আট মহিলা সহ ১৪ জনের মৃত্যু হয়েছিল অন্ধ্রপ্রদেশে। কুর্নুল জেলায় একটি মিনি বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় এই ১৪ জনের মৃত্যু হয়। জখম হয় আরও চারজন। তাদের প্রত্যেকেই শিশু। ভেলদুর্তি মণ্ডলের মাদারপুর গ্রামে ভোর চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। চিত্তুর জেলা থেকে রাজস্থানের আজমেড়ে যাওয়ার পর তীর্থযাত্রী সহ মিনি বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে।