এক্সপ্লোর
Advertisement
করোনাভাইরাস মোকাবিলায় চাই রোডম্যাপ, জনতা কার্ফু যথেষ্ট নয়, বললেন আকাশ চোপড়া
তিনি ট্যুইট করেছেন, যদি পুরো শাটডাউন অর্থাত সব কিছু বন্ধ করে দিতে হয়, সেক্ষেত্রে একটি পথের দিশা থাকা প্রয়োজন। কোটি কোটি মানুষের দেশে যেখানে দিন আনি দিন খাই মানুষ প্রচুর, সেখানে এটা সহজ ব্য়াপার নয়। ওদের দেখভালের কী হবে?
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রবিবার সকাল সাতটা থেকে রাত ৯টা জনতা কার্ফু পালনের ডাককে সমর্থন করলেও দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে তা যথেষ্ট নয় বলে মনে করেন আকাশ চোপড়া। প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার বলেছেন, জনতা কার্ফু যে মনস্তাত্ত্বিক এনে জয় দেবে, বুঝতে পারছি। একজোট হওয়ার অনুভবও দেবে। দারুণ, মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু ভারতে করোনাভাইরাস পজিটিভ কেস যে দ্রুত হারে বাড়ছে, তাতে এটুকু যথেষ্ট হবে না, সমুদ্রে একটা বিন্দুও নয়। পুরোপুরি সব বন্ধ করা একেবারে আমাদের ওপর।
চোপড়ার মত, চাই একটা পুরো রোডম্যাপ। তিনি ট্যুইট করেছেন, যদি পুরো শাটডাউন অর্থাত সব কিছু বন্ধ করে দিতে হয়, সেক্ষেত্রে একটি পথের দিশা থাকা প্রয়োজন। কোটি কোটি মানুষের দেশে যেখানে দিন আনি দিন খাই মানুষ প্রচুর, সেখানে এটা সহজ ব্য়াপার নয়। ওদের দেখভালের কী হবে? ওদের খাবারের থালায় আহারের সংস্থান, আমাদের স্বাস্থ্য পরিষেবাই বা কতটা তৈরি? এটা স্পষ্ট করতে হবে।
What we need is a roadmap in case of a total shutdown. Not easy in a country where millions rely on daily wages. How are we going to look after them? Get food on their plate...and how prepared are our healthcare facilities. This needs to be communicated loud & clear 2/2
— Aakash Chopra (@cricketaakash) March 20, 2020
গতকাল রাতে দেশবাসীকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী করোনাভাইরাস উদ্ভূত সামগ্রিক পরিস্থিতি উল্লেখ করে বলেন, দুটো বিশ্বযুদ্ধের চেয়ে বেশি ক্ষতি করেছে এই ভাইরাস। গোটা দুনিয়া এক গভীর সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে। সাধারণতঃ একটা পরিবেশের সঙ্কট তৈরি হলে তা সীমিত কিছু দেশ বা রাজ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ গোটা মানবজাতিকে সঙ্কটে ফেলেছে।
তিনি রবিবার দেশবাসীকে বিশেষ দরকার না হলে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়ে অভয় দিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাল হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement