Japanese PM Fumio Kishida: 'ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে শান্তিপূর্ণ সমাধান দরকার', মোদির সঙ্গে বৈঠকের পর জানালেন জাপানের প্রধানমন্ত্রী
PM Fumio Kishida PM Modi Meeting: মোদির সঙ্গে বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী বলেন, "নানা অশান্তি নিয়ে আজ গোটা বিশ্ব যেন কাঁপছে। সেই প্রেক্ষাপটে ভারত ও জাপানের ঘনিষ্ঠ বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নয়া দিল্লি: শনিবার নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আজই ভারত সফরে এসেছেন তিনি। শীর্ষ সম্মেলনে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক, সহযোগিতা নিয়ে পর্যালোচনা করবে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। এদিন বৈঠক শেষেও এমনটাই জানালেন কিশিদা।
মোদির সঙ্গে বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী বলেন, "নানা রকম অশান্তি নিয়ে আজ গোটা বিশ্ব যেন কাঁপছে। সেই প্রেক্ষাপটে ভারত ও জাপানের ঘনিষ্ঠ বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের মতামত প্রকাশ করেছি। ইউক্রেনে রাশিয়ার গুরুতর আক্রমণ সম্পর্কে কথা বলেছি। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আমাদের শান্তিপূর্ণ সমাধান দরকার।"
আরও পড়ুন, ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী, কয়েক কোটি মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত
প্রসঙ্গত, প্রসঙ্গত, জাপানের প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম ভারত সফরে এসেছেন ফুমিও কিশিদা। দুই দিন তিনি ভারতে থাকবেন। তিনি ১৪তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। শেষ ভারত-জাপান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে টোকিওতে। এই সম্মেলনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে জাপানি সংবাদপত্র নিক্কেই রিপোর্ট করেছে যে আগামী পাঁচ বছরে ৫ ট্রিলিয়ন ইয়েন ভারতে বিনিয়োগ করবে জাপান।
২০২১ সালে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কিশিদা। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করে স্বাগত জানিয়েছিলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই ছিল প্রথম বৈঠক।