Jamtara Train Accident: হুড়মুড়িয়ে এসে বহুজনকে চাপা দিল ট্রেন, জামতাড়ায় ভয়াবহ দুর্ঘটনা
Train Accident: দুর্ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে খবর। উদ্ধারকার্য শুরু হয়েছে।
রাঁচি: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ঝাড়খণ্ডের জামতাড়ায় দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী ট্রেন। কালঝরিয়া রেল স্টেশনের বেশ কয়েকজনকে চাপা দেয় ট্রেনটি। দুর্ঘটনায় বেশ কয়েক জনের, ১০-১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। উদ্ধারকার্য শুরু হয়েছে। সন্ধে নামার পর যেহেতু দুর্ঘটনা ঘটেছে, তাই আসল হতাহতের সংখ্যা জানতে আরও সময় লাগবে বলে জানা গিয়েছে রেল সূত্রে। (Jamtara Train Accident)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাউন লাইন দিয়ে বেঙ্গালুরু-যশবন্তপুর এক্সপ্রেস যাচ্ছিল। সেই সময় লাইনের ধারে ছড়িয়ে রাখা পাথরের স্তূপ থেকে ধুলো উড়তে শুরু করে, তাতে চালকের মনে ভুল ধারণা জন্মায়। তিনি ভেবে বসেন, আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে। (Train Accident)
সেই খবর চাউর হতে যাত্রীরাও আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপিয়ে নামতে শুরু করেন। উল্টোদিকের লাইনেই লাফ দিয়ে নেমে পড়েন অনেকে। প্রায় ১৫০ যাত্রী পাশের লাইনে ঝাঁপ দেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কিন্তু সেই সময় আপ লাইন দিয়ে ছুটে আসছিল একটি এমু ট্রেন। তার নিচে চাপা পড়ে অনেকের মৃত্যু হয়।
#WATCH | Jharkhand: Rescue operations are underway at Kalajharia railway station in Jamtara after a train ran over several passengers. https://t.co/kVDqS0PetF pic.twitter.com/ItEVsMhzAJ
— ANI (@ANI) February 28, 2024
আরও পড়ুন: Rajiv Gandhi Assassination: দোষী সাব্যস্ত হয়েও মুক্তি, প্রয়াত রাজীব গাঁধীর হত্যাকারী
বুধবার সন্ধেয় ঝাড়খণ্ডের জামতাড়ায় এই ভয়াবহ ঘটনা ঘটে যায়। স্থানীয়রা জানিয়েছেন, কালাঝরিয়া স্টেশনে বেশ কয়েক জনকে চাপা দেয় একটি ট্রেন। কত জন মারা গিয়েছেন এখনও পর্যন্ত, নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ১০-১২টি দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুল্যান্স। পৌঁছেছেন স্বাস্থ্যকর্মীরাও।
এই দুর্ঘটনা নিয়ে সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দেন জামতারার SDM অনন্ত কুমার। তিনি বলেন, "এখনও পর্যন্ত দু'জনের দেহ উদ্ধার করা গিয়েছে। রেলকে অনুরোধ জানিয়েছি হেল্পলাইন নম্বর চালু করার জন্য। তদন্তে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।"
#WATCH | Jharkhand: On Jamtara train accident, Anant Kumar, SDM Jamtara says, "...Two bodies have been recovered. We've requested Railways to start a helpline number...The reason will be known after investigation..." pic.twitter.com/KZYz7cmI2w
— ANI (@ANI) February 28, 2024
এই ঘটনায় জামতাড়ার ডেপুটি কমিশনারর জানিয়েছেন, জামতাড়ায় কালাঝরিয়া রেল স্টেশনে একটি ট্রেন যাত্রীদের চাপা দিয়েছে। কিছু মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। এখনও নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি হতাহতের। মেডিক্যাল টিম এবং অ্যাম্বুল্যান্স পৌঁছেছে ঘটনাস্থলে।
যদিও ইস্টার্ন রেলওয়ের CPRO কৌশিক মিত্রের বক্তব্য, "লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়া দুই ব্যক্তিকে ট্রেন চাপা দেয়। অগ্নিকাণ্ডের কোনও বিষয় নেই। এখনও পর্যন্ত দু'জনের মৃত্য়ুর খবর মিলেছে। তাঁরা কেউ যাত্রী নন। হেঁটে আসছিলেন লাইনের উপর দিয়ে। তিন সদস্যের JAG কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।"