এক্সপ্লোর
এবার জেএনইউয়ে রাস্তার নাম সাভারকরের নামে, তীব্র নিন্দা ঐশীর
ঐশী একটি ছবি শেয়ার করেছেন যাতে একটি নতুন বোর্ড লাগানো হয়েছে জেএনইউয়ে, যাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি রাস্তার নাম হয়েছে ভিডি সাভারকর মার্গ। বোর্ডটি লাগানো হয়েছে ক্যাম্পাসে সুবনসির হস্টেলের দিকনির্দেশ করা একটি সাইনবোর্ডের পাশে।
![এবার জেএনইউয়ে রাস্তার নাম সাভারকরের নামে, তীব্র নিন্দা ঐশীর JNU Road Named After Hindutva Icon Savarkar, JNUSU Says 'Shame On Legacy' Of Varsity এবার জেএনইউয়ে রাস্তার নাম সাভারকরের নামে, তীব্র নিন্দা ঐশীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/20125528/jnu.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর একটি রাস্তার নামকরণ করা হল হিন্দুত্ববাদীদের আইকন হয়ে ওঠা বিনায়ক দামোদর সাভারকরের নামে। সেখানে এবার অশান্তি মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেখানকার বামপন্থী ছাত্র সংসদ রাস্তার নাম বদলে সাভারকরের নামে করার পদক্ষেপে। তারা ইতিমধ্যেই এটা জেএনইউয়ের ঐতিহ্যে কালি, ‘লজ্জা’ বলে মন্তব্য করেছে। ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ হোয়াটসঅ্যাপে প্রতিক্রিয়া দিয়েছেন, জেএনইউয়ের ঐতিহ্যে এটা লজ্জার ব্যাপার যে এই লোকটির নাম এই বিশ্ববিদ্যালয়ে ঠাঁই হল। এখানে কখনও সাভারকর ও তার তল্পিবাহকদের জায়গা হয়নি, হবেও না। তিনি #RejectHindutva. হ্যাশট্যাগ ব্যবহার করেন।
It's a shame to the legacy of JNU that this man's name has been put in this university.
Never did the university had space for Savarkar and his stooges and never will it have !#RejectHindutva@ndtv @BhimArmyChief @RanaAyyub @SFI_CEC @ttindia @IndiaToday pic.twitter.com/Q81PSkkpzq
— Aishe (ঐশী) (@aishe_ghosh) March 15, 2020
ঐশী একটি ছবি শেয়ার করেছেন যাতে একটি নতুন বোর্ড লাগানো হয়েছে জেএনইউয়ে, যাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি রাস্তার নাম হয়েছে ভিডি সাভারকর মার্গ। বোর্ডটি লাগানো হয়েছে ক্যাম্পাসে সুবনসির হস্টেলের দিকনির্দেশ করা একটি সাইনবোর্ডের পাশে।
গত বছর দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রবল শোরগোল হয়েছিল সাভারকরের আবক্ষ মূর্তি বসানোকে কেন্দ্র করে। গত আগস্টে ছিল সেখানকার ছাত্র সংসদ নির্বাচনের ভোট। তার প্রাক্কালে বিদায়ী ছাত্র সংসদের সভাপতি শক্তি সিংহ বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে কলা বিভাগের গেটের বাইরে বিনা অনুমতিতেই সাভারকর, সুভাষ চন্দ্র বসু, ভগত্ সিংহের মূর্তি বসান। কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই সাভারকরের মূর্তিতে কালি লাগায়। মূর্তি বসানোর নিন্দা করে আরও বেশ কিছু ছাত্র সংগঠন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)