জেএনইউতে হামলা: ‘তখন নীরব, এখন সরব’, যাদবপুর-হেনস্থা প্রসঙ্গ টেনে রাজ্যকে ঘুরিয়ে কটাক্ষ ধনকড়ের
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।
কলকাতা: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল লেখেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে হিংসা উদ্বেগের বিষয়। কোনওভাবেই তা মেনে নেওয়া যায় না।
Acts of violence, anarchy in educational institutions is worrisome and should not be tolerated. Silence of those in authority (who severely condemned JNU violence) over what happened at Jadavpur University a fortnight ago is painfully worrisome.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) January 7, 2020
পাশাপাশি, জেএনইউকাণ্ডের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর হেনস্থার প্রসঙ্গ টেনে এদিন ট্যুইটের মাধ্যমে রাজ্য প্রশাসনকে কটাক্ষও করেন তিনি। তিনি লেখেন, ‘কর্তৃপক্ষের একাংশ জেএনইউকাণ্ডের তীব্র সমালোচক। ১৫ দিন আগে যাদবপুরকাণ্ডের পর তাঁরা নীরব ছিলেন। এই নীরবতা দুঃখজনক। রাজ্য ও বিশ্ববিদ্যালয়ে নিষ্ক্রিয়তার আচার্যের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। ক্যাম্পাসে হিংসা ও বিশৃঙ্খলা নিয়ে এই বাছাবাছি কেন? বাড়িতে আগুন লাগলে, তাকেই প্রথমে গুরুত্ব দিতে হয়। আমি নিশ্চিত এ নিয়ে আত্মানুসন্ধান হবে।
The position of Chancellor was compromised by omission and inaction of State and University authorities. Why this selective approach to violence and disruption on JU campus ! Fire at home ought to be first priority. Am sure there will be soul searching.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) January 7, 2020