কমলেশ তিওয়ারির পরিবারের সঙ্গে দেখা করলেন যোগী, দিলেন দোষীদের শাস্তির আশ্বাস, চিহ্নিত ২ আততায়ী
সূত্রের খবর, পুলিশ ৬০টিরও বেশি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। তার মধ্যে ২৫টি ক্যামেরার ফুটেজে ওই আততায়ীদের দেখা গেছে। চিহ্নিত দুজনের নাম মইনুদ্দিন ও আসফাক।

Chief Minister Yogi Adityanath to meet the family of #KamleshTiwari tomorrow. Tiwari died after he was shot at in his office in Lucknow, yesterday. (File pic) pic.twitter.com/OXLPgRUCF8
— ANI UP (@ANINewsUP) October 19, 2019
Kiran Tiwari, wife of Kamlesh Tiwari, after meeting UP CM Yogi Adityanath, in Lucknow: He (UP CM) assured us that justice will be done. We demanded capital punishment for the murderers. He assured us that they will be punished. #KamleshTiwariMurder pic.twitter.com/cxJHdpXiie
— ANI UP (@ANINewsUP) October 20, 2019
Lucknow: Family of #KamleshTiwari meets Chief Minister Yogi Adityanath at his residence. Kamlesh Tiwari was shot dead on October 18. pic.twitter.com/Ao96gpM6fb
— ANI UP (@ANINewsUP) October 20, 2019
পুলিশ সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে এক মহিলাকেও দেখা গেছে। কথা বলা হয়েছে তাঁর সঙ্গেও। যদিও সূত্রের দাবি, ওই মহিলা এই খুনের সঙ্গে জড়িত নন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ২ জন লোক তাঁকে কমলেশ তিওয়ারির ঠিকানা জিজ্ঞাসা করে। তাছাড়াও গুজরাত ও মহারাষ্ট্র এটিএসের সঙ্গে কথা বলেছে উত্তরপ্রদেশ পুলিশ, জানিয়েছেন উত্তরপ্রদেশের ডিজিপি ওপি সিংহ। OP Singh, UP DGP on #KamleshTiwariMurder: We have contacted Gujarat and Maharashtra ATS. Our team has also spoke to the woman who was seen in the CCTV footage. All aspects of the case are being probed. (19.10) pic.twitter.com/V5BC86W6KN
— ANI UP (@ANINewsUP) October 20, 2019
পুলিশ সূত্রে খবর, পরিকল্পনা অনুযায়ী, লখনউয়ের নাকা এলাকায় হিন্দু সমাজ পার্টির অফিসে কমলেশের সঙ্গে দেখা করতে যায় দুই ব্যক্তি। তাদের হাতে ছিল মিষ্টির বাক্স। কমলেশের সঙ্গে আধঘণ্টা কথা বলে তারা। অভিযোগ, চা, দইবড়া খেয়ে মিষ্টির বাক্স থেকে ধারালো অস্ত্র বের করে একজন তাঁকে কোপাতে শুরু করে, অন্যজন গুলি চালায়। পুলিশের দাবি, অন্তত ১২ বার কোপানো হয় কমলেশকে। এর পর উত্তরপ্রদেশ পুলিশের ডিজির সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী তথা লখনউয়ের সাংসদ রাজনাথ সিংহ। এ ব্যাপারে বিশেষ তদন্তকারী দল গঠন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যসচিব ও পুলিশের কাছে ঘটনার রিপোর্ট চেয়েছেন তিনি। তবে কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। কমলেশের স্ত্রী কিরণ জানান, ‘কমলেশকে প্রতিদিন হুমকি দেওয়া হত। আমাদের পরিবারের নিরাপত্তা চাই।’ কমলেশের মায়ের দাবি, তাঁর ছেলের সঙ্গে স্থানীয় এক রাজনৈতিক দলের নেতার জমি নিয়ে বিবাদ চলছিল। এই খুনের পিছনে তার হাত থাকতে পারে বলে সন্দেহ কমলেশ তিওয়ারির মায়ের। তিনি দাবি করেন, ছেলের হত্যাকাণ্ডের তদন্তের ভার এনআইএর হাতে দেওয়া হোক। এই ঘটনায় যোগী সরকারের অপদার্থতাকেই দায়ী করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি বলেন, যোগী সরকার কমলেশ তিওয়ারিকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, উত্তরপ্রদেশে অপরাধপ্রবণ আবহাওয়া তৈরি করেছে।






















