এক্সপ্লোর
Advertisement
থালাইভি-র জন্য ২০ কেজি ওজন বাড়ালেন কঙ্গনা, জানালেন, ২ মাসে আগের চেহারায় ফিরবেন তেজস-এর জন্য
থালাইভি-র চিত্রনাট্য লিখেছেন বাহুবলী ও মণিকর্ণিকা-র চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ এবং দ্য ডার্টি পিকচার ও ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই-এর চিত্রনাট্যকার রজত অরোরা। ২৬ জুন মুক্তি পাবে ছবিটি।
মুম্বই: কঙ্গনা রানাওয়াতকে এখন দেখলে নাকি চেনা কঠিন। থালাইভি-তে জয়ললিতার চরিত্র করার জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। তবে ২ মাসের মধ্যে বাড়তি এই ওজন কমিয়েও ফেলবেন কঙ্গনা। তখন তেজস আর ধাকড়-এর শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি।
কঙ্গনার বোন রঙ্গোলি চান্ডেল টুইট করেছেন এ নিয়ে। ২ জোড়া ছবি পোস্ট করেছেন তিনি, প্রথম জোড়ায় স্বাস্থ্যবতী কঙ্গনা নীল সাদা ফুল ফুল শাড়িতে, পরের ছবিটি ঠিক তেমনই শাড়ি পরিহিত জয়ললিতা জয়রামের। দ্বিতীয় জোড়ায় শুধুই কঙ্গনা, আওয়ার গ্লাস ফিগার, মডেলিংয়ের ছবি। রঙ্গোলি লিখেছেন, ২ মাস পর কঙ্গনা তেজস আর ধাকড়-এর শ্যুটিং শুরু করবে। এর মধ্যে ওজন কমাতে পারবে কি? দেখা যাক।
Only last schedule to go for #Thalaivi Kangana has gained 20 kgs weight, After 2 months she starts #Tejas & #Dhaakad.... will she be able to shed that weight, let’s see 😛 pic.twitter.com/CC410XdPuj
— Rangoli Chandel (@Rangoli_A) March 4, 2020
থালাইভি-র চিত্রনাট্য লিখেছেন বাহুবলী ও মণিকর্ণিকা-র চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ এবং দ্য ডার্টি পিকচার ও ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই-এর চিত্রনাট্যকার রজত অরোরা। ২৬ জুন মুক্তি পাবে ছবিটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement