এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
আবার মুম্বইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বললেন, ‘ভারাক্রান্ত মনে’ মহানগরী ছাড়লেন কঙ্গনা
গত কয়েকদিন ধরেই মহারাষ্টের শিবসেনা জোট সরকারের সঙ্গে তুমুল অশান্তি চলছে কঙ্গনার।
মুম্বই:ফের মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বললেন কঙ্গনা রানাউত, জানালেন ভারাক্রান্ত মন নিয়ে তিনি মুম্বই ছেড়ে যাচ্ছেন। টুইট করে ‘কুইন’অভিনেত্রী একথা জানান।
গত কয়েকদিন ধরেই মহারাষ্টের শিবসেনা জোট সরকারের সঙ্গে তুমুল অশান্তি চলছে কঙ্গনার। একদা কঙ্গনা মন্তব্য করেছিলেন যে তিনি মুম্বইয়ের মুভি মাফিয়াদের চেয়েও অনেক বেশি ভয় পান এই শহরের পুলিশকে,পুলিশের জন্য তিনি রীতিমতো নিরাপত্তার অভাব বোধ করেন।
Y category security for one person costs the Centre over 10,00,000/- each month. This money is borne by taxpayers.
Now that Kangana is safe in HP (far away from POK), will Modi Sarkar kindly withdraw the security detail provided to her?! https://t.co/UdEArImhJu
— Brijesh Kalappa (@brijeshkalappa) September 14, 2020
মুম্বইকে এমনকী আইন-শৃঙ্ঘলার দিক থেকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা। আর এখান থেকেই শুরু হয় বিতর্ক। শিবসেনা নেতা সঞ্জয় রাউত সাফ জানিয়ে দেন কঙ্গনার যদি এতই অসুবিধা তাহলে মুম্বইতে তাঁর আর ফেরার দরকার নেই। কঙ্গনা জানিয়ে দেন, তিনি ৯ সেপ্টেম্বর মুম্বই ঢুকবেন মানালি থেকে। কারও বাবা-র ক্ষমতা থাকলে তাঁকে আটকে দেখাক। কঙ্গনার কথায় আগুনে ঘি পড়ে। বেআইনি নির্মাণের অভিযোগ তুলে বান্দ্রায় কঙ্গনার অফিস বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দেয় বিএমসি। মুম্বইকে ‘পিওকে ‘বলায় বহু অভিনেতা-অভিনেত্রী কঙ্গনার সমালোচনা করেছিলেন। কিন্তু তাঁর বাড়ি ভেঙে দেওয়ার পর আবার নিজের পালে হাওয়া পেয়েছেন কঙ্গনা। তিনি জানিয়েছেন যে এই বাড়ি সারানোর তাঁর পয়সা নেই। একজন প্রতিবাদী মেয়ের স্মারক হিসেবে তিনি নিজের ভাঙা অফিস-বাড়িটি এভাবেই রেখে দেবেন। এদিকে, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গেও দেখা করেছেন কঙ্গনা। আর তারপরই টুইট করে ফের মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর বললেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement