এক্সপ্লোর
Advertisement
কাঁথি কোনও পরিবারের জমিদারি নয়, কে তৃণমূল ছাড়ল কিছু যায় আসে না, নাম না করে শুভেন্দুকে খোঁচা সৌগতর
শুধু তাই নয়, তিনি এদিন বলেন ‘কে তৃণমূল ছেড়ে চলে গেল, কিছু যায় আসে না’।
কাঁথি: কাঁথি কোনও পরিবারের জমিদারি নয়। কাঁথিতে তৃণমূলের সভা থেকে নাম না করে শুভেন্দুকে খোঁচা দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শুধু তাই নয়, তিনি এদিন বলেন ‘কে তৃণমূল ছেড়ে চলে গেল, কিছু যায় আসে না’।
এদিন কাঁথিতে মিছিল করে তৃণমূল। সেই মিছিল শেষে সভা করে তৃণমূল। সভা থেকে সাংসদ সৌগত রায় বলেন, মিছিল থেকেই প্রমাণ হল কাঁথি কোনও পরিবারের জমিদারি নয়। কে তৃণমূল ছেড়ে চলে গেল, কিছু যায় আসে না। আবার প্রমাণ হল মমতার কোনও বিকল্প নেই। যারা সতীশ সামন্তের কথা বলে, তারাই শ্যামাপ্রসাদের দলে! সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলালে মেদিনীপুর ক্ষমা করবে না।
তৃণমূল ছাড়ার আগে, শুভেন্দুর ক্ষোভ নিরসনের জন্য মধ্যস্থতাকারীর দায়িত্ব দেওয়া হয়েছিল সাংসদ সৌগত রায়কে। তিনি একাধিকবার শুভেন্দুর সঙ্গে বৈঠক করেন। তাঁর মধ্যস্থতাতেই শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। বৈঠকের পর সৌগত রায় দাবি করেন, শুভেন্দু তৃণমূলেই থাকবেন। কিন্তু, একদিন পার হওয়ার আগেই পরিস্থিতি আমূল বদলে যায়। একসঙ্গে কাজ করা মুশকিল বলে জানিয়ে সৌগত রায়কে হোয়াটসঅ্যাপ করেন শুভেন্দু। এবার শুভেন্দু দল ছাড়ার পর, তাঁর গড়ে গিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন সৌগত রায়।
একইসঙ্গে এদিনের সভা থেকে কেন্দ্রকে এক হাত নিয়েছেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, করোনার টিকা কবে আসবে বলতে পারছেন না। অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোজ রাজ্যে আসছেন! অতিমারীর মোকাবিলাতেও ব্যর্থ কেন্দ্রীয় সরকার। দেশের কৃষিক্ষেত্র এখন বড় সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। আদানি-অম্বানিদের আসার সুযোগ করে দিচ্ছে মোদি সরকার। আন্দোলনরত কৃষকদের প্রতি সমর্থন আছে তৃণমূলের। পরিযায়ী শ্রমিকদের প্রতি দায়িত্ব পালন করেনি কেন্দ্র। মোদি সরকারের অপরিকল্পিত লকডাউনে ভোগান্তি।
বছর ঘুরলেই বিধানসভা ভোট। সেই ভোটের দিকে তাকিয়ে ময়দানে নেমেছে সব রাজনৈতিক দল। একচুল জায়গা ছাড়তে নারাজ কোনও পক্ষ। এদিন সৌগত রায় বলেন, বিধানসভায় ৯৯টির বেশি আসন পাবেনা বিজেপি। অমিত শাহ বাংলা নিয়ে দিবাস্বপ্ন দেখছেন। মমতা না গেলে জাতীয় মানচিত্রে নন্দীগ্রাম উঠে আসত না। মমতাকেই তৃতীয়বার মুখ্যমন্ত্রী করতে হবে। একইসঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বঙ্গ সফরের প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। অভিযোগ, জে পি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। তিনি এপ্রসঙ্গে বলেন, ডায়মন্ডহারবারের ঘটনাকে অহেতুক বড় করে দেখানো হচ্ছে। আইপিএসদের জোর করে সরালে লড়াই হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement