Kanwar Yatra 2023 : কাঁধের বাঁকের একদিকে মা, অন্যদিকে গঙ্গাজল ; 'শ্রবণ পিতৃভক্তি নাটক'-এর কথা মনে করালেন শিবভক্ত যুবক !
Duration of Kanwar Yatra : জুলাইয়ের ৪ তারিখ থেকে শুরু হয়েছে কানওয়ার যাত্রা। অর্থাৎ পবিত্র শ্রাবণ মাসের প্রথম দিন থেকে। ১৫ জুলাই পর্যন্ত তা চলবে।
হরিদ্বার : 'শ্রবণ পিতৃভক্তি নাটক'-এর কথা মনে আছে ? যা শৈশবে মহাত্মা গাঁধীকে অনুপ্রাণিত করেছিল । সেখানে শ্রবণের তাঁর বাবা-মা-কে ভক্তির কথা বলা আছে। দৃষ্টিশক্তিহীন বাবা-মাকে তিনি কাঁধে করে তীর্থযাত্রায় নিয়ে গিয়েছিলেন। যে ভক্তিকথা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনারই প্রতিচ্ছবি দেখা গেল কানওয়ার যাত্রায়।
জুলাইয়ের ৪ তারিখ থেকে শুরু হয়েছে কানওয়ার যাত্রা (Kanwar Yatra 2023)। ১৫ জুলাই পর্যন্ত তা চলবে। ধর্মীয় এই সমাবেশে এ বছর আনুমানিক ২০ লক্ষ শিবভক্ত যোগ দেবেন। বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা কানওয়ারা যাত্রায় যোগ দিচ্ছেন। সেসবের ছবি-ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়। বিশাল ভারী নিয়েই কেউ কেউ খালি পায়ে হেঁটে যাত্রায় শামিল হয়েছেন। তবে, এসবের মধ্যে নজর কেড়েছেন এক ভক্ত। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে, হরিদ্বার থেকে বাঁকের এক দিকে মা-কে এবং অন্যদিকে পরিত্র গঙ্গা জল নিয়ে হেঁটে চলেছেন এক ভক্ত। সংবাদ সংস্থা ANI একটি ভিডিও ট্যুইট করেছে। তার ক্যাপশনে লেখা হয়েছে, কানওয়ার যাত্রা ২০২৩: এক যুবক তাঁর মাকে এক কাঁধে বইয়ে নিয়ে যাচ্ছেন এবং অন্য কাঁধে হরিদ্বারের গঙ্গার জল।
Kanwar Yatra 2023: A youth carries his mother on one shoulder and water of the river Ganga on the other shoulder in Haridwar pic.twitter.com/83vuUxVT83
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 4, 2023
ভিডিওয় দেখা যাচ্ছে, অন্য ভক্তদের সঙ্গেই হেঁটে চলেছেন ওই তীর্থযাত্রী। তবে, এই ভিডিওটি নজর কেড়েছে, কারণ ওই যুবকের বাঁকের একদিকে তাঁর মা স্থির হয়ে বসে রয়েছেন। অন্যদিকে, রয়েছে জলভর্তি বাসন। সেটা বইয়ে নিয়ে যাচ্ছেন ভক্ত যুবক। গতকাল প্রথম ট্যুইটারে আসে ভিডিওটি। তার পর থেকে এখনও পর্যন্ত যা ৪২ হাজারের বেশি মানুষ দেখেছেন। লাইক পড়েছে ১৮০০-র বেশি। ট্যুইটারে কেউ প্রতিক্রিয়া জানিয়েছেন, "হর হর মহাদেব।" তো কেউ লিখেছেন, "জয় হো।" কেউ কেউ আবার জোড় হাতের ইমোজি দিয়ে যুবকের এই মহৎ কাজকে সম্মান জানিয়েছেন।
ফি বছর শিবভক্তরা এক পবিত্র যাত্রায় বের হন। যা কানওয়ার যাত্রা নামে পরিচিত। উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে এই তীর্থযাত্রা শুরু হয়। এখানে তীর্থযাত্রীরা গঙ্গা থেকে পবিত্র জল সংগ্রহ করেন। তার পর সেই জল নিজ নিজ রাজ্যের শিব মন্দিরে বহন করে নিয়ে যান। এই যাত্রাপথে তাঁরা গোমুখ, গঙ্গোত্রী এবং বিহারের সুলতানগঞ্জের মত উল্লেখযোগ্য জায়গা ঘুরে দেখেন। আধ্যাত্মিকতার খোঁজে কানওয়ারিরা শত শত কিলোমিটার পথ হাঁটেন। পরে শিবমন্দিরে তাঁদের বহন করা জল অর্পণ করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial