Fire News: নিউ আলিপুরে পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি। স্থানীয় TMC কাউন্সিলরের সঙ্গে বচসা ঝুপড়িবাসীদের
Kolkata News: পৌষের রাত কেটেছে খোলা আকাশের নীচে। কয়েক ঘণ্টার আগুনে ছারখার সংসার। ছাইয়ের গাদায় গেরস্থালির শেষ সম্বলটুকু খুঁজে বেড়ালেন নিউ আলিপুরের পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা। এর মধ্যেই এলাকায় গিয়ে রেলের ঘাড়ে দোষ চাপালেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। বচসায় জড়ালেন সর্বস্বান্ত ঝুপড়িবাসীদের সঙ্গে। পাল্টা আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
আর জি কর কাণ্ডে ৪ মাস পার। এখনও অধরা বিচার। ধর্মতলার চিকিৎসকদের অবস্থানের মধ্যেই এবার শ্যামবাজারে গণকনভেনশনের ডাক। আজ সোমবার শ্যামবাজারে গণকনভেনশনের ডাক চিকিৎসক ও নাগরিক সমাজের। দুপুর ৩টেয় শ্যামবাজার বাটার সামনে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে।
অন্যদিকে, শুধুমাত্র বিপ্লব সিংহ কিংবা সুমন হাজরাকে কোটি কোটি টাকার সরকারি কাজের বরাত পাইয়ে দিয়ে দুর্নীতি করাই নয়, আর জি কর মেডিক্যাল কলেজে হাউস স্টাফের কাজ পাইয়ে দিতে, হাউস স্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডেকে সামনে রেখে, মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চূড়ান্ত দুর্নীতি করেছেন। শিক্ষা দূর্নীতির সঙ্গে তুলনীয় সেই প্রতারণার যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়া চার্জশিটে তুলে ধরেছে CBI।