Kappa COVID-19 Variant : এবার কাপ্পা ভ্যারিয়েন্ট, জেনে নিন করোনার এই স্ট্রেন সম্বন্ধে
দাপট বাড়ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের। এরই মধ্যে এবার নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব। কাপ্পা ভ্যারিয়েন্ট।
নয়া দিল্লি : করোনার নিত্যনতুন রূপ ধারণ অব্যাহত। দাপট বাড়ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের। এরই মধ্যে এবার আরও এক ভ্যারিয়েন্টের থাবা। কাপ্পা ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই। উত্তরপ্রদেশে এই সংক্রমিতের হদিশ মিলেছে। তবে, করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটের কারণ তথা ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপের জেরে চাপা পড়ে গেছে এই কাপ্পা ভ্যারিয়েন্টে।
তবে কাপ্পা কোনও নতুন স্ট্রেন নয়। গত বছর অক্টোবর মাসে ভারতে প্রথম এই স্ট্রেনের হদিশ মিলেছিল। এবছর ৪ এপ্রিল ভ্যারিয়েন্টটিকে শনাক্ত করা হয়। এটাকে B.1.617.1 নামে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট। একে "ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট"(যেসব ভ্যারিয়েন্টের জেনেটিক চেঞ্জ হয়) বলা হচ্ছে।
উল্লেখ্য, ডেল্টা ভ্যারিয়েন্টের সময়ই কাপ্পা ভ্যারিয়েন্টের হদিশ মেলে । একই দিনে অর্থাৎ ৪ এপ্রিল ডেল্টা ভ্যারিয়েন্টকে "ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট" হিসেবে ঘোষণা করা হয়। যদিও ১১ মে এই ভ্যারিয়েন্টকে "ভ্যারিয়েন্ট অফ কনসার্ন" হিসেবে চিহ্নিত করা হয়। ফাইজার-বায়োএনটেক এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যথাক্রমে ডেল্টা ও কাপ্পা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর বলে জুন মাসে একটি গবেষণায় প্রকাশিত হয়।
ভারতের কাপ্পা ভ্যারিয়েন্ট কার্যত ডেল্টা ভ্যারিয়েন্টে চাপা পড়ে গেছে। যার অর্থ এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ঠ কোনও গবেষণা বা তথ্য নেই। তবে, এই কাপ্পা ভ্যারিয়েন্টের জেরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ব্যাপক সংক্রমণ ছড়ায়। এমনকী এর জেরে মে মাসে সেখানে লকডাউনও ঘোষণা করা হয়।
কোভিডের অন্যান্য ভ্যারিয়েন্টের উপসর্গের মতোই কাপ্পা ভ্যারিয়েন্টেও রয়েছে একই উপসর্গ। অর্থাৎ- জ্বর, মাথায় যন্ত্রণা, কাশি, মুখ শুকিয়ে যাওয়া, ঘ্রাণ শক্তি ও স্বাদ চলে যাওয়া। তবে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজিস্ট ডিকি বুডিম্যান বলেছেন, কাপ্পা ভ্যারিয়েন্টের প্রাথমিক উপসর্গ- গোটা শরীরে র্যাশ বেরোবে, এছাড়া জ্বর, কাশি, নাক দিয়ে জল পড়া এবং চোখ লাল হয়ে যাওয়া।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের। সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন।