এক্সপ্লোর
সিদ্ধান্ত বদলে নববর্ষ পর্যন্ত নৈশ কার্ফুর সিদ্ধান্ত প্রত্যাহার কর্নাটক সরকারের
বুধবার ঘোষণা করা হয়, ২৪ ডিসেম্বর অর্থাত আজ থেকে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু চালু থাকবে। ২ জানুয়ারি পর্যন্ত এমনটা চলবে। ব্রিটেনে কোভিড-১৯ এর নতুন স্ট্রেন দ্রুত ছড়িয়ে পড়ার খবরে আতঙ্কের আবহেই এই সিদ্ধান্ত নেওয়া হয়, এমনকী নৈশ কার্ফু কার্যকর করার ক্ষেত্রে এসওপি-ও জারি হয়।
![সিদ্ধান্ত বদলে নববর্ষ পর্যন্ত নৈশ কার্ফুর সিদ্ধান্ত প্রত্যাহার কর্নাটক সরকারের Karnataka government withdraws night curfew order সিদ্ধান্ত বদলে নববর্ষ পর্যন্ত নৈশ কার্ফুর সিদ্ধান্ত প্রত্যাহার কর্নাটক সরকারের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/24211102/b-s-ye.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: সিদ্ধান্ত বদলে কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকতেই নৈশকালীন কার্ফুর আদেশ তুলে নিল কর্ণাটক সরকার। জনসাধারণের কাছ থেকে পাওয়া ফিডব্যাক খতিয়ে দেখেই এমন সিদ্ধান্ত বলে মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরিয়াপ্পার দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। বলা হয়েছে, নৈশকালীন কার্ফুর কোনও প্রয়োজন নেই, এহেন জনমতের প্রেক্ষাপটে আগের সিদ্ধান্ত খতিয়ে দেখা হয়েছে, ক্যাবিনেট সহকর্মী ও প্রশাসনিক শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনার পরই স্থির হয়েছে, নৈশ কার্ফু থাকছে না।
তবে করোনাভাইরাস সংক্রমণ ছড়ানো রুখতে ইয়েদুরিয়াপ্পার জনসাধারণকে আবেদন, তাঁরা যেন মাস্ক পরে হাত পরিষ্কার রেখে, সামাজিক দূরত্ববিধি মেনে সংযম পালন করেন।
বুধবার ঘোষণা করা হয়, ২৪ ডিসেম্বর অর্থাত আজ থেকে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু চালু থাকবে। ২ জানুয়ারি পর্যন্ত এমনটা চলবে। ব্রিটেনে কোভিড-১৯ এর নতুন স্ট্রেন দ্রুত ছড়িয়ে পড়ার খবরে আতঙ্কের আবহেই এই সিদ্ধান্ত নেওয়া হয়, এমনকী নৈশ কার্ফু কার্যকর করার ক্ষেত্রে এসওপি-ও জারি হয়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর আজই জানিয়েছিলেন, টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটিই সরকারকে পরামর্শ দিয়েছিল, যার ভিত্তিতেই নৈশকালীন কার্ফু জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কিন্তু করোনাভাইরাসের নতুন স্ট্রেনের কর্নাটকে আসার সম্ভাবনা কতটা, প্রশ্ন করা হলে তিনি প্রায় ৩০০-৪০০ লোকের ল্য়াব টেস্টের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে বলে জানান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)