এক্সপ্লোর
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় আত্মঘাতী প্রৌঢ়, ‘সাবধানে থেকো’, সুইসাইড নোটে পরামর্শ বাড়ির লোকেদের
করোনাভাইরাস সারা বিশ্বজুড়েই ত্রাসের সঞ্চার করেছে। এরইমধ্যে কোভিড-১৯-এ আক্রান্ত আশঙ্কা করে আত্মঘাতী হলেন কর্ণাটকের উদুপি জেলার ৫৬ বছরের এক ব্যক্তি। পুলিশ সূত্রে এ খবর জানা গিয়েছে।

উদুপি:করোনাভাইরাস সারা বিশ্বজুড়েই ত্রাসের সঞ্চার করেছে। এরইমধ্যে কোভিড-১৯-এ আক্রান্ত আশঙ্কা করে আত্মঘাতী হলেন কর্ণাটকের উদুপি জেলার ৫৬ বছরের এক ব্যক্তি। পুলিশ সূত্রে এ খবর জানা গিয়েছে। কর্ণাটক রাজ্য সড়ক পরিবহণ পর্ষদের প্রশিক্ষক হিসেবে কর্মরত ওই ব্যক্তি বুধবার খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান। কয়েক ঘন্টা পর বাড়ির পিছনে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় তাঁকে। জেলার ব্রহ্মভর তালুকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। যে গাছ থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তার কাছে বাড়ির যে জানালা রয়েছে, সেখানে মৃত ব্যক্তির লেখা একটি নোট পরিবারের লোকেরা পেয়েছেন বলে জানা গেছে। ওই নোট অনুযায়ী, তাঁর আশঙ্কা হয়েছিল যে, তিনি এই রোগে আক্রান্ত। এজন্যই চরম এই পদক্ষেপ নিলেন তিনি। একইসঙ্গে বাড়ির লোকজনদের নিরাপদে থাকার পরামর্শও দিয়ে গিয়েছেন। ব্রহ্মভর থানার পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই ব্যক্তির পরিবার জানিয়েছে, তাঁর করোনার কোনও লক্ষ্মণই ছিল না। কোনও চিকিত্সকের কাছেও যাননি তিনি। পরিবারের লোকজনের বক্তব্য উল্লেখ করে ওই আধিকারিক বলেছেন, করোনাভাইরাস রোগ ও ভাইরাস সংক্রান্ত খবরাখবর তিনি নিতেন। তিনিও এতে আক্রান্ত হবেন বলে ভয় পেতেন তিনি। এজন্য মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। মৃতের স্ত্রী জানিয়েছেন, রবিবার থেকে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন ওই ব্যক্তি। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ ঘুমোতে যান। পরদিন ভোরে তাঁর মোবাইলের অ্যালার্মে ভোর সাড়ে পাঁচটায় ঘুম ভাঙে তাঁর স্ত্রীর। স্বামীকে দেখতে না পেয়ে তিনি ভেবেছিলেন যে, হয়ত ঘুরতে বেরিয়েছেন। দীর্ঘক্ষণ পরও ওই ব্যক্তি বাড়িতে না ফেরায় সবাই খোঁজাখুঁজি শুরু করে এবং পরে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। পুলিশের ওই আধিকারিক বলেছেন, সবার কাছে আর্জি জানাচ্ছি যে, সোশ্যাল মিডিয়ায় ফরোয়ার্ড থেকে পাওয়া বক্তব্যে বিভ্রান্ত হবেন না। কোনও লক্ষ্মণ দেখা দিলে নিকটবর্তী হাসপাতালে যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















