Pahalgam Attack:পহেলগাঁও জঙ্গি হামলায় খুন, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা, যোগ হয়েছে UAPA-র ধারাও !
Kashmir Pahalgam Attack UAPA Act : হেলগাঁও জঙ্গি হামলায় কী কী ধারা আনা হয়েছে ?

নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলায় খুন, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা যোগ। অপরাধমূলক ষড়যন্ত্রে একাধিক ব্যক্তির যোগের ধারাও যোগ করা হয়েছে। যোগ করা হয়েছে অস্ত্র আইন ও UAPA-র ধারাও।
পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তে নামল NIA. প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য পর্যটকদের বয়ান নিচ্ছে NIA. সূত্রের খবর, এক স্থানীয় ফটোগ্রাফার পুরো ঘটনাটি নিজের ক্যামেরায় রেকর্ড করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন NIA-এর আধিকারিকরা। অন্যান্য প্রত্যক্ষদর্শীদের ফোনে যে ছবি রেকর্ড করা হয়েছে, তাও সংগ্রহ করছে NIA.
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় এখনও জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। এই অবস্থায় জম্মু কাশ্মীরের বিভিন্ন অংশে ১৪ জন স্থানীয় জঙ্গির নাম ঘোষণা করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। সূত্রের দাবি, এদের সিংহভাগই পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া জেলা গুলিতে হিজবুল, জইশ, লস্করের মতো জঙ্গি সংগঠনের কমান্ডার হিসেবে কাজ করে। এদিকে, পহেলগাঁওয়ের ঘটনায় এদিন নিহত বাঙালি পর্যটক সমীর গুহর পরিবারের সঙ্গে কথা বলেছে NIA।
পহেলগাঁওয়ের আপাত শান্ত পরিবেশের বুক চিরে পরপর জঙ্গিদের গুলি! বেছে বেছে হিন্দু পর্যটকদের খুনের চারদিন পর সামনে এল হামলার মুহূর্তের আরও একটি ভিডিও! বর্বরোচিত এই হামলার মাস্টারমাইন্ড জঙ্গি আদিল গুরি-সহ বাকি জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে শুরু হয়েছে সার্চ অপারেশন। পাহাড় থেকে পাইন বন, চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা, আধাসেনা, জম্মু কাশ্মীর পুলিশ। আর এর মধ্যেই জম্মু কাশ্মীরের বিভিন্ন জেলায় সক্রিয় ১৪ জন জঙ্গির নাম প্রকাশ করল গোয়েন্দা সংস্থাগুলো।
এই ১৪ জন জঙ্গি মূলত ৩টি পাক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদ-এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত! তাদের মধ্যে অনেকে আবার কমান্ডার পদে রয়েছে! জঙ্গি কার্যকলাপের পাশাপাশি পাকিস্তান থেকে এদেশে ঢুকে পড়া জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট থেকে গ্রাউন্ড সাপোর্ট দেওয়ার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। তালিকা প্রকাশ নিয়ে করতে বলা আছে। জম্মু কাশ্মীর পুলিশ প্রশাসনের তালিকায় আদিল রহমান (২১), আসিফ আহমেদ শেখ (২৮), আমির আহমেদ দার (৩৯), জুবের আহমেদ ওয়ানি (৩৯)-সহ একাধিক জঙ্গির নাম রয়েছে!
সূত্রের দাবি, এরা বেশিরভাগই পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া অবন্তিপোরা, সোপোর পুলওয়ামা, সোপিয়ান, অনন্তনাগের জঙ্গি সংগঠনে কমান্ডার হিসেবে কাজ করছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিহতদের মধ্যে তিন জন বাংলার বাসিন্দা। সূত্রের খবর, এই ঘটনায় ইতিমধ্যে UAPA ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA...শনিবার, NIA-এর একটি দল আসে জঙ্গি হামলায় নিহত বেহালার কেন্দ্রীয় সরকারি কর্মী সমীর গুহর বাড়িতে। নিহতের স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা।






















