Kedarnath Yatra 2023 : কেদারনাথের দরজা খুলছে কবে থেকে ? শিবরাত্রির দিনে বড় ঘোষণা
চলতি বছরের ২৫ এপ্রিল সকাল সাড়ে ৬ টা থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ ধামের দরজা। সেদিন ভোর ৪টের সময় ওঁঙ্কারেশ্বর মন্দিরে হবে মহাঅভিষেক পুজো।
নয়াদিল্লি : শিবরাত্রির (Mahashivratri) পুণ্য তিথিতে বড় ঘোষণা। চলতি বছরে পুণ্যার্থীদের জন্য কবে থেকে খুলছে কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple) দরজা, জানিয়ে দেওয়া হল তা। আগামী ২৫ এপ্রিল থেকে ভক্তদের জন্য় খুলে যাচ্ছে মন্দিরের দরজা। কেদারনাথ মন্দির কমিটির (Kedarnath Temple Committee) চেয়ারম্যান অজেন্দ্র অজয় এদিন জানিয়েছেন যে খবর।
তিনি জানিয়েছেন, চলতি বছরের ২৫ এপ্রিল সকাল সাড়ে ৬ টা থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ ধামের দরজা। সেদিন ভোর ৪টের সময় ওঁঙ্কারেশ্বর মন্দিরে হবে মহাঅভিষেক পুজো। সমস্ত রকমের পুজো, আচার অনুষ্ঠান পালনের হবে সেদিন ভোরেই। যার পরই ভক্তদের জন্য খুলবে কেদারনাথ মন্দিরের দরজা। কেদারনাথের কাছে সকাল সাড়ে ৮ টায় আয়োজিত হবে আরতি। যারপর সারাদিন ধরেই চলবে ভজন-কীর্তন সহ পুজোপাঠ।
Doors of the Kedarnath Temple to be open on April 25: Ajendra Ajay, Chairman, Kedarnath Temple Committee
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 18, 2023
(File pic) pic.twitter.com/jzGR3O0j0A
এপ্রিলের শেষে খুলছে বদ্রীনাথও
কেদারনাথ মন্দিরের মতোই এপ্রিলের শেষে খুলে যাচ্ছে বদ্রীনাথের দরজাও (Badrinath Dham)। আগামী ২৭ এপ্রিল সকালে ৭ টা ১০ মিনিটে পুণ্যার্থীদের জন্য দরজা খুলছে বদ্রীনাথের। গণনার পরে বসন্ত পঞ্চমীর দিনে বদ্রীনাথ ধামের দরজা খোলার সিদ্ধান্ত হয়েছিল।
চারধামে রেকর্ড পুণ্যার্থী
মাঝে করোনা অতিমারীর জেরে জীবনযাত্রা যেমন স্তব্ধ হয়ে গিয়েছিল, তেমনই বন্ধ ছিল চারধাম যাত্রাও। মাঝে দু'বছরের বিরতির পর গতবছর খুলেছিল কেদার-বদ্রী সহ চারধামের দরজা। যার ফলে গতবার রেকর্ড সংখ্যক ভক্তরা গিয়েছিলেন চারধাম দর্শনে। সংখ্যাটা ছিল ৪৬ লক্ষ। গত বছরের ১৯ নভেম্বর বদ্রীনাথ ধামের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই থেমেছিল চারধাম যাত্রা।
দুর্ভাগ্যও সঙ্গী
গত বছর কেদারনাথ যাওয়ার পথে রুদ্রপ্রয়াগে ভয়াবহ কপ্টার দুর্ঘটনাও ঘটেছিল। কেদারনাথ ধামের ২ কিলোমিটার আগে ভেঙে পড়ে যাত্রী বোঝাই হেলিকপ্টারটি। স্থানীয়রা জানান, প্রথমে তাঁরা প্রবল জোরে একটি আওয়াজ শুনতে পান, পরে সেখানে এসে দেখান একটি হেলিকপ্টার ভেঙে পড়ে দাউদাউ করে আগুন জ্বলছে। ৬ যাত্রী ও কপ্টারের চালকের মৃতদেহ উদ্ধার হয়। অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দৃশ্যমানতার অভাবে ঘটেছিল দুর্ঘটনা।
আরও পড়ুন- শিবরাত্রির চারপ্রহরে চারবার পূজায় তুষ্ট হন মহাদেব, না করতে পারলে কী উপায় ? কোন মন্ত্র