এক্সপ্লোর
Advertisement
চিকিৎসায় অবদানের জন্য ইউএন ইন্টারজেন্সি টাস্ক ফোর্স পুরস্কার পেল কেরল
চিকিৎসা ক্ষেত্রে বহুদিনই সাফল্যের মুকুট রয়ে গিয়েছে কেরলের মাথায়। এ বার সে মুকুটে যুক্ত হল আরও একটি রঙিন পালক।
: সংক্রমণ ঘটে না এমন রোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বীকৃতি লাভ করলো কেরল। সংশ্লিষ্ট চিকিৎসা শাখায় পাওয়া গেল বিশেষ পুরস্কার।ইউএন ইন্টারজেন্সি টাস্ক ফোর্সের এই পুরস্কারটি কেরলের হাতে যাওয়ার কথাটি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ডিরেক্টর জেনারেল টেড্রস আধানোম ঘেব্রেসিয়াস। চিকিৎসা ক্ষেত্রে বহুদিনই সাফল্যের মুকুট রয়ে গিয়েছে কেরলের মাথায়। এ বার সে মুকুটে যুক্ত হল আরও একটি রঙিন পালক। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেন, চিকিৎসার জন্য কেরল যে অক্লান্ত পরিশ্রম করে তা আরও একবার স্বীকৃতি পেল এই পুরস্কারের মাধ্যমে। কেরল-সহ বিশ্বের সাতটি অঞ্চলকে চিকিৎসার জন্য এই বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
শৈলজা বলেন, আমাদের রাজ্য সরকার বহু কাল ধরে, বরাবরই চিকিৎসা ক্ষেত্রটিকে আলাদা গুরুত্বের সঙ্গে দেখে এসেছে। সাধারণ মানুষের সাধারণ রোগ-অসুখের জন্য হেলথ সেন্টার গড়াই হোক কিংবা বড়সড় ব্যাধির জন্য হাসপাতাল নির্মাণ। আমরা সবকিছুকেই গুরুত্বের সঙ্গে দেখেছি। সমস্ত পর্যায়ে এমনকী জীবনশৈলী বা লাইফস্টাইল থেকে যে সব রোগ হয় তার সমাধান নিয়েও আমরা আলাদাভাবে ভেবেছি। সাম্প্রতিক সময়ে কোভিড মহামারীতে মৃত্যুর হার কমানোর জন্য আমরা আলাদা করে চেষ্টা করেছিলাম। সেই কাজেও অনেকটাই সফল হতে পেরেছি।বহু মানুষ আক্রান্ত হয়েছেন ঠিকই কিন্তু সিংহভাগ মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরে যেতে পেরেছেন এটাও সত্যি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement