এক্সপ্লোর
ডোমকলে দুষ্কৃতীদের গুলিতে এক কিশোরের 'মৃত্যু'
পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত দু’দল দুষ্কৃতীর গন্ডগোলের মধ্যে পড়ে গিয়েছিল ওই কিশোর

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ডোমকলে দুষ্কৃতীদের গুলিতে এক কিশোরের মৃত্যুর অভিযোগ। আজ সকালে ওই ঘটনা ঘটেছে শম্ভুনগর থেকে ডোমকল আসার রাস্তায়। ১৬ বছরের ওই কিশোরের বাড়ি ডোমকলেরই শিরপাড়া নতুনপাড়ায়। আজ সকালে সাড়ে ৬টা নাগাদ সে কাকার জমিতে কাজের জন্য যাচ্ছিল। তখনই ঘটনা ঘটে। ডোমকল থানার পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত দু’দল দুষ্কৃতীর গন্ডগোলের মধ্যে পড়ে গিয়েছিল ওই কিশোর। সেই সময়েই সে গুলিবিদ্ধ হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















