ফের মূল্যবৃদ্ধি, ৪ টাকা বেড়ে কলকাতায় ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম এখন ৬২০.৫০টাকা
এই নিয়ে টানা দু’ মাস বাড়ল রান্নার গ্যাসের দাম। ১ জুন কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৩১ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছিল ৬১৬ টাকা

কলকাতা: পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির মাঝেই ফের রান্নার গ্যাসের দাম বাড়াল কেন্দ্র। আজ থেকে ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে ৪ টাকা বাড়ল। কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম হল ৬২০ টাকা ৫০ পয়সা। এই নিয়ে টানা দু’ মাস বাড়ল রান্নার গ্যাসের দাম। ১ জুন কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৩১ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছিল ৬১৬ টাকা। করোনা, লকডাউনের জেরে সাধারণ মানুষ জেরবার। এই পরিস্থিতিতে ফের রান্নার গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের নাজেহাল অবস্থা। দিল্লিতে সিলিন্ডারের নতুন দাম ১ টাকা বেড়ে ৫৯৪ টাকা। মুম্বইতে এলপিজি সিলিন্ডারের বর্তমান দাম ৫৯৪ টাকা। চেন্নাইতে সিলিন্ডারের দাম ৬১০ টাকা। চার মহানগরে সিলিন্ডারের দামের তুলনা করলে দেখা যাচ্ছে, কলকাতাতেই সিলিন্ডারের দাম সবথেকে বেশি।






















