Petrol and diesel prices Today : আজ কলকাতায় পেট্রোল লিটারে ৯৭.৯৭ টাকা, দাম বাড়ল ডিজেলেরও
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০০ টাকা ছুঁতে চলল। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও।
কলকাতা : ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০০ টাকা ছুঁতে চলল। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। এই মুহূর্তে দেশের মধ্যে ভোপালে পেট্রোলের দাম সবথেকে বেশি। লিটারে ১০৬ টাকা ৩৫ পয়সা।
আজ কলকাতায় লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ৩৫ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৫০ পয়সা। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।
দিন দুয়েক আগেই কলকাতায় বেড়েছিল পেট্রোলের দাম। লিটার প্রতি ২৫ পয়সা বেড়েছিল। দাম পৌঁছেছিল ৯৭ টাকা ৬৩ পয়সায়। ডিজেলের দাম বেড়েছিল লিটার প্রতি ৭ পয়সা। ফলে ডিজেলের দাম হয়েছিল ৯১ টাকা ১৫ পয়সা। ফের আজ বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
আজ মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৪.২২ টাকা। ডিজেলের দাম ৯৬.১৬ টাকা। অন্যদিকে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৮.১১ টাকা এবং ডিজেলের দাম ৮৮.৬৫ টাকা। দাম বেড়েছে চেন্নাইয়েও। এখানে লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়ে ৯৯.১৯ টাকা এবং ডিজেলের দাম হয়েছে ৯৩.২৩ টাকা।
প্রসঙ্গত, বিভিন্ন রাজ্যে জ্বালানির দাম বিভিন্ন। ভ্যাট ও ফ্রেইট চার্জের মতো স্থানীয় ট্যাক্সের উপর দামের কম-বেশি হওয়া নির্ভর করে। সেই কারণেই অন্তত ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখন পেট্রোলের দাম একশোর বেশি। এই রাজ্য ও কেন্দ্রাশাসিত অঞ্চলগুলির তালিকায় রয়েছে- রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ।
করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম এক-দুদিন অন্তর বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এর ফলে আশঙ্কিত মধ্যবিত্তরা। করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা।