রিজেন্ট পার্কে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার স্বামী
পণের জন্য নির্যাতন না কি বিবাহ-বহির্ভূত সম্পর্ক ঘিরে অশান্তি? তদন্তে পুলিশ
কলকাতা: রিজেন্ট পার্কে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার স্বামী। মৃতের নাম মীনাক্ষি নস্কর। বয়স ২৩।
পুলিশ সূত্রে খবর, ৩ নভেম্বর, মঙ্গলবার রাতে শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তরুণীকে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় গৃহবধূর।স্থানীয় সূত্রে খবর, তিনবছর আগে রিজেন্ট পার্কের বাসিন্দা ব্যবসায়ী বাবাই নস্করের সঙ্গে মীনাক্ষির বিয়ে হয়। দম্পতির একটি দেড় বছরের ছেলে রয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে টাকার দাবিতে শুরু হয় নির্যাতন। মারধরও করা হত বলে অভিযোগ।
পরিবারের দাবি, সোমবার গভীর রাতে বাবাই শ্বশুরবাড়ির সদস্যদের ফোন করে স্ত্রীকে খুনের হুমকি দেয়। এর কিছুক্ষণ পরেই সে জানায় মীনাক্ষি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তির পর, শুক্রবার ওই গৃহবধূর মৃত্যু হয়।
শনিবার রিজেন্ট পার্ক থানায় স্বামী-সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধূ নির্যাতন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতের স্বামীকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। দায়ের হয়েছে মামলাও।
যদিও পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতের দাবি, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি চলছিল। পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত জানিয়েছেন, প্রায়ই রাতের দিকে স্ত্রী ফোনে কারও সঙ্গে কথা বলতেন। তা থেকেই প্রথমে সন্দেহ ও পরে অশান্তি শুরু হয়। এরপর আত্মহত্যা করে বধূ!
যদিও ধৃতের দাবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।